বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর ২০২৫
১১ পৌষ ১৪৩২
কুমিল্লা উত্তর জেলা ও চান্দিনা উপজেলা এলডিপি’র কমিটি বিলুপ্ত
১০ হাজার নেতা-কর্মী নিয়ে এলডিপি ছেড়ে বিএনপিতে ড. রেদোয়ান
যোগ দিয়েই পেলেন ধানের শীষ প্রতীক
রণবীর ঘোষ কিংকর।
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ১২:৫৫ এএম আপডেট: ২৫.১২.২০২৫ ১:০৪ এএম |



১০ হাজার নেতা-কর্মী নিয়ে এলডিপি  ছেড়ে বিএনপিতে ড. রেদোয়ান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যখন সারা দেশে প্রার্থী ঘোষণা শুরু করে বিএনপি তখন কে পাচ্ছেন কুমিল্লা-৭ চান্দিনা আসনের মনোনয়ন তা নিয়ে বিএনপি ও এলডিপি’র নেতা-কর্মীদের মাঝে নানা জল্পনা কল্পনার সূচনা হয়। 
উপজেলা বিএনপি সভাপতি হিসেবে মো. আতিকুল আলম শাওন বিএনপি থেকে মনোনয়নের শতভাগ সম্ভাবনা জাগে। তবে এ আসনে জোটের ভাগ বসান লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। দলটির মহাসচিব হিসেবে ড. রেদোয়ান আহমেদও বিএনপি নেতৃত্বাধীন জোট ও যুগপৎ আন্দোলনের শরিকদল হিসেবে মনোনয়নের দৌড়ে এগিয়ে ছিলেন। 
বিএনপি থেকে দুই দফায় ২৭৩ আসনে দলীয় প্রার্থী ঘোষণার পরও চান্দিনা আসনে প্রার্থী চূড়ান্ত না হওয়ায় দুই দলের দুই নেতা লবিং তদবির জোড়ালো হতে শুরু করেন। ধীরে ধীরে অনেকটাই পরিষ্কার হয় এ আসনে এলডিপিকে ছাড় দিবেন বিএনপি এবং আরপিও নীতিমালার কারণে নিজ দলের প্রতীক ‘ছাতা’ নিয়েই নির্বাচন করবেন তিনি। যে কারণে এ আসনে হয়তো ধানের শীষের প্রতীক থাকবে না। 
সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এবং উভয় দলের নেতা-কর্মীদের সম্ভাবনাকে উড়িয়ে দিয়ে আকষ্মিক এক কান্ড ঘটিয়ে চান্দিনার রাজনীতি মাঠ হঠাৎ সরব করে দিয়েছেন ড. রেদোয়ান আহমেদ। কুমিল্লা উত্তর জেলা ও চান্দিনা উপজেলা এলডিপি অঙ্গ ও সহযোগি সংগঠনগুলোকে বিলুপ্ত করে ১০ সহস্রাধিক নেতা-কর্মী নিয়ে এলডিপি ছেড়ে বিএনপিতে যোগদান করেন বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ। একই সময় তিনি বিএনপি থেকে দলীয় মনোনয়ন নিয়ে চান্দিনা আসন থেকে বিএনপি’র মনোনীত প্রার্থী হন এবং ধানের শীষ প্রতীকে নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নিশ্চিত করেন।  
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে বিএনপি চেয়ারপার্সন এর গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপিতে যোগদেন তিনি। গণমাধ্যমে এই সংবাদ প্রচারিত হওয়ার সাথে সাথে নেতা-কর্মীদের মধ্যে আনন্দ উল্লাস শুরু হয়। বিভিন্ন স্থানে মিস্টি বিতরণ এবং আনন্দ মিছিল করে নেতা-কর্মীরা। 
এর আগে তিনি নিজ নির্বাচনী এলাকা কুমিল্লা-৭ (চান্দিনা) এর রেদোয়ান আহমেদ কলেজ মিলনায়তনে কুমিল্লা উত্তর জেলা ও চান্দিনা উপজেলা এলডিপি নেতাকর্মীদের সাথে ভিডিও কনফান্সের মাধ্যমে জরুরী বৈঠক করেন রেদোয়ান আহমেদ। বৈঠকে সর্ব সম্মতিক্রমে বিএনপিতে যোগদানের সিদ্ধান্ত গৃহীত হওয়ায় দুপুরে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে বিএনপি’র কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়ে সংবাদ সম্মেলন করে এলডিপি থেকে পদত্যাগ ও বিএনপি’র যোগদানের আনুষ্ঠানিক ঘোষণা করেন। এসময় বিএনপি’র মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মির্জা ফখরুল ইসলাম আলমগীর  তাকে বিএনপিতে গ্রহণ করেন। 
সন্ধ্যায় চান্দিনায় কর্মরত সাংবাদিকদের এসব তথ্য জানান বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ। তিনি আরও জানান, তার নেতৃত্বে এলডিপি’র কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য অধ্যক্ষ আবুল কাশেম, একেএম শামসুল হক মাস্টার, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আবু তাহের সহ সারাদেশের বিভিন্ন জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ডের ১০ হাজার নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছে।
বুধবার বিকেলে বিএনপি নেতা অধ্যক্ষ আবু তাহের এর নেতৃত্বে উপজেলা সদরে ধানের শীষ প্রতীক হাতে আনন্দ মিছিল বের করে তার নেতাকর্মীরা। মাধাইয়ায় বিএনপি নেতা অধ্যক্ষ আবুল কাশেম এর নেতৃত্বে আনন্দ মিছিল বের করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও মাধাইয়া বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এছাড়া জোয়াগ, মহিচাইল, নবাবপুরসহ বিভিন্ন ইউনিয়নে আনন্দ মিছিল বের করে ড. রেদোয়ান আহমেদ এর  নেতাকর্মী ও সমর্থকরা।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
দেশের পথে তারেক রহমান
দেশে ফিরে তারেক রহমান তিন দিন কোথায় যাবেন, কী করবেন
জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে কুমিল্লা সদরে হাজী ইয়াছিনের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ
১০ হাজার নেতা-কর্মী নিয়ে এলডিপি ছেড়ে বিএনপিতে ড. রেদোয়ান
স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন ফরম নিলেন উপজেলা বিএনপি সভাপতি শাওন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা থেকে ঢাকায় যাচ্ছেন দেড় লক্ষাধিক নেতা-কর্মী
কুমিল্লায় জনসম্মুখে স্ত্রীকে ছুরিকাঘাতেহত্যা!
লালমাইয়ে শিশু ধর্ষণ চেষ্টায় শিক্ষক শ্রীঘরে
কুমিল্লায় ১১ আসনের ৮২ মনোনয়নপত্র সংগ্রহ
ফাজিল স্নাতক পরীক্ষায় বই দেখে লেখার অভিযোগ, ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২