
মুক্ত
চিন্তার শুদ্ধ প্রকাশে নিরন্তর-এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লায়
ধ্বনি আবৃত্তি চর্চা কেন্দ্র ও ধ্বনি আবৃত্তি স্কুল কুমিল্লার ১৩তম
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘কথা ও কবিতায় বিজয়গাথা’ শীর্ষক অনুষ্ঠান
অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম
ইনস্টিটিউট, কুমিল্লা কেন্দ্রে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম।
বিশেষ
অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের
ডিন ও নজরুল গবেষক বীর মুক্তিযোদ্ধা ড. আলী হোসেন চৌধুরী, কবি ও ছড়াকার বীর
মুক্তিযোদ্ধা জহিরুল হক দুলাল, কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষক মো.
আব্দুল হাফিজ, কালচারাল কমপ্লেক্সের সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ এবং
মহানগর জাসাসের যুগ্ম আহ্বায়ক ও সংগীতশিল্পী ইশতিয়াক আহমেদ পল্লব।
অনুষ্ঠানে
স্বাগত বক্তব্য দেন ধ্বনি আবৃত্তি স্কুলের অভিভাবক পর্ষদের সাধারণ সম্পাদক
শাহ্ জাবেদুল হক সাগর। ধ্বনি আবৃত্তি স্কুলের সভাপতি অধ্যক্ষ মাহতাব
সোহেলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন আবৃত্তি ও সাংস্কৃতিক সংগঠন
অংশগ্রহণ করে। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল কণ্ঠশিল্প বাংলা, কারুকণ্ঠ আবৃত্তি
পাঠশালা, শানিত উচ্চারণ, ভিক্টোরিয়া কলেজ থিয়েটার, শব্দশ্রুতি এবং
কণ্ঠসাধন নান্দনিক স্কুল, চান্দিনা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপস্থাপক ও
আবৃত্তি শিল্পী রুমানা রুমি। আবৃত্তি, কবিতা পাঠ ও সাংস্কৃতিক পরিবেশনার
মধ্য দিয়ে পুরো আয়োজনজুড়ে বিজয়ের চেতনা, ভাষার সৌন্দর্য ও সৃজনশীল প্রকাশ
ফুটে ওঠে।
অনুষ্ঠানে ধ্বনি আবৃত্তি স্কুলের প্রথম ও দ্বিতীয় বর্ষ সমাপনী
পরীক্ষায় উত্তীর্ণ ৪০ জন শিক্ষার্থীকে শুভেচ্ছা স্মারক ও সনদ প্রদান করা
হয়। পাশাপাশি অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকেও শুভেচ্ছা স্মারক দেওয়া হয়।
একক ও বৃন্দ পরিবেশনায় অংশ নেন ধ্বনি আবৃত্তি স্কুল ও ধ্বনি আবৃত্তি চর্চা
কেন্দ্রের শিক্ষার্থীরা।
অনুষ্ঠান শেষে শিক্ষা ও সংস্কৃতিতে অবদানের
স্বীকৃতি হিসেবে কুমিল্লা জিলা স্কুল, নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা
বিদ্যালয়, ওয়াইডব্লিউসিএ প্রাথমিক বিদ্যালয়, গুলবাগিচা মডেল সরকারি
প্রাথমিক বিদ্যালয় এবং আনন্দধারা বিদ্যাপীঠকে সম্মাননা প্রদান করা হয়।
