প্রদীপ মজুমদার :
কুমিল্লার
লালমাই উপজেলায় পরিবেশগত ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে পরিচালিত দুটি ইটভাটার
বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। অভিযানে
ইটভাটাগুলোর কিলন ভেঙে দেওয়া হয় এবং কাঁচা ইট ধ্বংস করা হয়। একই সঙ্গে ইট
উৎপাদন কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার ২৪ ডিসেম্বর এ অভিযান
পরিচালনা করা হয়। পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে পৃথকভাবে এসব ইটভাটাকে মোট ৪
লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা করা ইটভাটাগুলো হলো— আলীশ্বর এলাকার
মেসার্স এমরান ব্রিকসকে ২ লাখ টাকা, বাগমারা দত্তপুর এলাকার মেসার্স একে
ব্রিকসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন সহকারী
কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীন আক্তার শিফা। অভিযানে
প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের সিনিয়র
কেমিস্ট মোঃ রায়হান মোর্শেদ ও পরিদর্শক জোবায়ের হোসেন। উপস্থিত ছিলেন
পরিবেশ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট মোঃ শফিকুল ইসলাম
এবং হিসাবরক্ষক মোঃ তোফায়েল মজুমদার। এ সময় আইন-শৃঙ্খলা রক্ষায় সার্বিক
সহযোগিতা প্রদান করেন, বাংলাদেশ সেনাবাহিনী এবং লালমাই থানা পুলিশ।
অভিযানকালে
সংশ্লিষ্ট ইটভাটাগুলোর কিলন(চুল্লী) ভেঙে দেওয়া হয় এবং উৎপাদনের জন্য
প্রস্তুত কাঁচা ইট ধ্বংস করা হয়। ভবিষ্যতে অবৈধভাবে ইট উৎপাদন বন্ধ রাখতে
সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) ও
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীন আক্তার শিফা বলেন কুমিল্লা জেলা
কার্যালয়ের আওতাধীন এলাকায় পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের
অভিযান অব্যাহত থাকবে।
