
কুমিল্লা-৪
(দেবিদ্বার) আসনে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি'র মনোনীত প্রার্থী দলটির
দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ জন্য মনোনয়ন ফরম সংগ্রহ
করেছেন জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যগণ ও এনসিপি নেতৃবৃন্দ।
মঙ্গলবার বিকেলে দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং
কর্মকর্তা রাকিবুল ইসলামের কাছ থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করা হয় বলে জানা
গেছে।
এসময় উপস্থিত ছিলেন এলাহাবাদ এলাকার শহীদ সাইফুল ইসলাম তন্ময়ের
বাবা মোঃ সফিকুল ইসলাম , দেবিদ্বার ভিংলাবাড়ি এলাকা শহিদ সাব্বির হোসেনের
মা রিনা বেগম , দেবিদ্বার উপজেলা জাতীয় নাগরিক পার্টি ভারপ্রাপ্ত আহবায়ক
জাহাঙ্গীর আলম, সিনিয়র যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম শামীম, দেবিদ্বার উপজেলা
জাতীয় ছাত্রশক্তি নেতা রাকিবুল ইসলাম হৃদয়, রাফসান, কাজী নাছিরসহ উপজেলা
নাগরিক পার্টির- এনসিপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দেবিদ্বার উপজেলা
জাতীয় নাগরিক পার্টি ভারপ্রাপ্ত আহবায়ক জাহাঙ্গীর আলম সরকার বলেন, জাতীয়
নাগরিক পার্টি- এনসিপির মনোনীত প্রার্থী হাসনাত আব্দুল্লাহ
কুমিল্লা-৪(দেবিদ্বার) আসন থেকে সংসদ নির্বাচন করবেন। জুলাই অভ্যুত্থানে
শহীদ পরিবারের সদস্যদের উপস্থিতিতে আজকে তার মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়েছে।
আমরা ভোটের মাধ্যমে হাসনাত আব্দুল্লাহকে বিজয়ী করে আনব।
জানা গেছে,
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসন থেকে হাসনাত আবদুল্লাহর সাথে প্রতিদ্বন্দ্বী
প্রার্থী হিসেবে রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী সাবেক মন্ত্রী মঞ্জুরুল
আহসান মুন্সী ও বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী সাবেক উপজেলা ভাইস
চেয়ারম্যান সাইফুল ইসলাম শহীদ।
দেবিদ্বার উপজেলা সহকারী রিটার্নিং
কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মো. রাকিবুল ইসলাম জানান, মঙ্গলবার
চারটি মনোনয়নপত্রসহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে সংগ্রহ করা হয়েছে। এ
আসনে (দেবিদ্বার) এখন পর্যন্ত মোট ১২টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
