বুধবার ২৪ ডিসেম্বর ২০২৫
১০ পৌষ ১৪৩২
হাসনাত আবদুল্লাহর মনোনয়ন ফরম সংগ্রহ করলেন শহীদ পরিবারের সদস্যরা
শাহীন আলম
প্রকাশ: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ১২:৫৯ এএম আপডেট: ২৪.১২.২০২৫ ১:০৬ এএম |




 হাসনাত আবদুল্লাহর  মনোনয়ন ফরম সংগ্রহ  করলেন শহীদ  পরিবারের সদস্যরা
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি'র মনোনীত প্রার্থী দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যগণ ও এনসিপি নেতৃবৃন্দ। মঙ্গলবার বিকেলে দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রাকিবুল ইসলামের কাছ থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করা হয় বলে জানা গেছে। 
এসময় উপস্থিত ছিলেন এলাহাবাদ এলাকার শহীদ সাইফুল ইসলাম তন্ময়ের বাবা মোঃ সফিকুল ইসলাম , দেবিদ্বার ভিংলাবাড়ি এলাকা শহিদ সাব্বির হোসেনের মা রিনা বেগম , দেবিদ্বার উপজেলা জাতীয় নাগরিক পার্টি ভারপ্রাপ্ত আহবায়ক জাহাঙ্গীর আলম, সিনিয়র যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম শামীম, দেবিদ্বার উপজেলা জাতীয় ছাত্রশক্তি নেতা রাকিবুল ইসলাম হৃদয়, রাফসান, কাজী নাছিরসহ উপজেলা নাগরিক পার্টির- এনসিপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দেবিদ্বার উপজেলা জাতীয় নাগরিক পার্টি ভারপ্রাপ্ত আহবায়ক জাহাঙ্গীর আলম সরকার বলেন, জাতীয় নাগরিক পার্টি- এনসিপির মনোনীত প্রার্থী হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা-৪(দেবিদ্বার) আসন থেকে সংসদ নির্বাচন করবেন। জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের উপস্থিতিতে আজকে তার মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়েছে। আমরা ভোটের মাধ্যমে হাসনাত আব্দুল্লাহকে বিজয়ী করে আনব। 
জানা গেছে, কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসন থেকে হাসনাত আবদুল্লাহর সাথে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী সাবেক মন্ত্রী মঞ্জুরুল আহসান মুন্সী ও বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম শহীদ। 
দেবিদ্বার উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মো. রাকিবুল ইসলাম জানান, মঙ্গলবার চারটি মনোনয়নপত্রসহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে সংগ্রহ করা হয়েছে। এ আসনে (দেবিদ্বার) এখন পর্যন্ত মোট ১২টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লা থেকে ঢাকায় যাচ্ছেন দেড় লক্ষাধিক নেতা-কর্মী
কুমিল্লা ক্যাডেট কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী দিন আজ
ফাজিল স্নাতক পরীক্ষায় বই দেখে লেখার অভিযোগ, ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন
দুই হাত না থাকলেও পা দিয়ে লিখে স্বপ্নে অটল আরশাদুল
ব্রাহ্মণপাড়ায় আন্তঃজেলা ডাকাত দলের প্রধানসহ দুইজন গ্রেপ্তার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
মনোনয়ন ফরম সংগ্রহ ঠিক হয়নি বললেন- সাবেক মেয়র সাক্কু
আড্ডার ঘরে রক্তের দাগ
আপনি যতবড় নেতাই হন তারেক রহমানের কাছে একজন কর্মী ছাড়া কিছুই না: জাকারিয়া সুমন
কুমিল্লায় বিএনপিতে যোগদানের পরদিন ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কুমিল্লায় বিএনপির প্রস্তুতি সভা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২