বুধবার ২৪ ডিসেম্বর ২০২৫
১০ পৌষ ১৪৩২
তিন দিনে ভরিতে ৯ হাজার টাকা বাড়লো স্বর্ণের দাম, নতুন রেকর্ড
প্রকাশ: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ১২:০৭ এএম |


বৈশ্বিক বাজারে স্বর্ণের মূল্য ঊর্ধ্বমুখী থাকায় দেশের বাজারেও টানা বাড়ছে স্বর্ণের দাম। টানা তৃতীয় দিনের মতো মঙ্গলবার (২৩ ডিসেম্বর) আবারও এক দফা মূল্য বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সর্বশেষ দফায় ভরিতে সর্বোচ্চ ৪ হাজার ১৯৯ টাকা দাম বাড়ানো হয়েছে, যা বুধবার (২৪ ডিসেম্বর) থেকে সারা দেশে কার্যকর হবে।
এ নিয়ে মাত্র তিন দিনে ভরিপ্রতি স্বর্ণের দাম প্রায় ৯ হাজার টাকা বেড়েছে। এর আগে গত রবি ও সোমবার যথাক্রমে ৪ হাজার ও ১ হাজার টাকা দাম বাড়ানো হয়েছিল। ধারাবাহিক এই মূল্যবৃদ্ধির ফলে দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দামের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে।
বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, বুধবার থেকে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম বেড়ে দাঁড়াবে ২ লাখ ২৬ হাজার ২৮২ টাকা, যা আজ পর্যন্ত ছিল ২ লাখ ২২ হাজার ৮৩ টাকা। অর্থাৎ এক দিনেই ভরিতে দাম বাড়ছে ৪ হাজার ১৯৯ টাকা।
একইসঙ্গে ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৬ হাজার ১৭ টাকা। আজ যা বিক্রি হয়েছে ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকায়। ফলে এ ক্ষেত্রে ভরিতে দাম বাড়ছে ৪ হাজার ২৪ টাকা।
এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম বুধবার থেকে দাঁড়াবে ১ লাখ ৮৫ হাজার ১৬৬ টাকা, যা আজ ছিল ১ লাখ ৮১ হাজার ৭২৫ টাকা। অর্থাৎ ভরিতে বাড়ছে ৩ হাজার ৪৪১ টাকা।
সনাতন পদ্ধতির স্বর্ণের দামও বাড়ানো হয়েছে। আজ পর্যন্ত প্রতি ভরি সনাতন স্বর্ণের দাম ছিল ১ লাখ ৫১ হাজার ৩৯৯ টাকা। বুধবার থেকে ভরিতে ২ হাজার ৯১৬ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার ৩১৫ টাকা।
স্বর্ণের পাশাপাশি রুপার দামও বাড়ছে। বাজুসের তথ্য অনুযায়ী, বুধবার থেকে প্রতি ভরি রুপার দাম বাড়বে ১৭৫ টাকা। এতে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম দাঁড়াবে ৫ হাজার ১৩২ টাকা, যা আজ পর্যন্ত ছিল ৪ হাজার ৯৫৭ টাকা।
বাংলাদেশ জুয়েলার্স সমিতির স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের চেয়ারম্যান দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লা থেকে ঢাকায় যাচ্ছেন দেড় লক্ষাধিক নেতা-কর্মী
কুমিল্লা ক্যাডেট কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী দিন আজ
ফাজিল স্নাতক পরীক্ষায় বই দেখে লেখার অভিযোগ, ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন
দুই হাত না থাকলেও পা দিয়ে লিখে স্বপ্নে অটল আরশাদুল
ব্রাহ্মণপাড়ায় আন্তঃজেলা ডাকাত দলের প্রধানসহ দুইজন গ্রেপ্তার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
মনোনয়ন ফরম সংগ্রহ ঠিক হয়নি বললেন- সাবেক মেয়র সাক্কু
আড্ডার ঘরে রক্তের দাগ
আপনি যতবড় নেতাই হন তারেক রহমানের কাছে একজন কর্মী ছাড়া কিছুই না: জাকারিয়া সুমন
কুমিল্লায় বিএনপিতে যোগদানের পরদিন ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কুমিল্লায় বিএনপির প্রস্তুতি সভা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২