বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর ২০২৫
৪ পৌষ ১৪৩২
সরকারের নজরদারি বাড়াতে হবে
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ১২:২৪ এএম |

সরকারের নজরদারি বাড়াতে হবে
সিন্ডিকেটের দাপট এখনো কমেনি। সরকারের প্রচেষ্টা সত্ত্বেও সিন্ডিকেট এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যের কারণে পণ্যের দামের লাগাম টানা যাচ্ছে না। সিন্ডিকেট চক্র পরিকল্পিতভাবে দ্রব্যের দাম বাড়িয়ে চলেছে। বাজার বিশ্লেষকরা বলছেন, এভাবে চলতে থাকলে আসন্ন রমজানে পণ্যের দাম মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাবে। 
সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, সিন্ডিকেট ভেঙে দিয়ে দাম নিয়ন্ত্রণের চেষ্টা করছে তারা। চক্রের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আসন্ন রমজানকে সামনে রেখে পণ্যের দাম নিয়ন্ত্রণে কাজ শুরু করছে সরকার। এদিকে সম্প্রতি ব্যবসায়ীদের দাবির কাছে নতি স্বীকার করে সরকার ভোজ্যতেলের দাম বাড়িয়েছে। অন্যদিকে আমদানি করা পেঁয়াজ বাজারে এখনো বিক্রি শুরু হয়নি। শুধু আমদানির অনুমতি দেওয়ার পর দাম কিছুটা কমে উচ্চমূল্যেই স্থির হয়ে আছে। যা দাম বাড়ানোর সঙ্গে সিন্ডিকেট জড়িত থাকার বিষয়টি প্রমাণ মেলে। 
বাজার বিশ্লেষকদের মতে, বাজার নিয়ন্ত্রণ করছে সমাজের কিছু ক্ষমতাবান ব্যক্তি। পণ্য আমদানি, মজুত, পাইকারি বাজার ও খুচরা বাজার সব জায়গায়ই তাদের নিজের লোকদের বসিয়েছে। এদের ব্যবহার করে কৌশলে পণ্যের দাম বাড়ানো হচ্ছে। সিন্ডিকেট সরকারের কিছু কর্মকর্তা-কর্মচারীকে অনৈতিক সুবিধা দিয়েও নিজেদের উদ্দেশ্য পূরণ করছে। এসব করে নিজেদের পকেট ভারী করছে। সিন্ডিকেট ভেঙে দিতে সরকারকে আরও কঠোর হতে হবে। কয়েক মাস ধরে ভোজ্যতেলের মূল্য বাড়ানোর চেষ্টা করছেন ব্যবসায়ীরা। শেষ পর্যন্ত ব্যবসায়ীদের দাবি মেনে সরকার দাম বাড়াতে বাধ্য হয়েছে। বিশ্লেষকদের মতে, এতেই প্রমাণ হয়, মুনাফাখোর ব্যবসায়ী সিন্ডিকেটের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের ওপর সরকার অনুমোদনের সিলমোহর মারতে বাধ্য হয়েছে। পেঁয়াজের পর্যাপ্ত মজুত আছে এমন তথ্য জানিয়ে সরকারের নীতিনির্ধারকরা দাম বাড়ার কারণ হিসেবে সিন্ডিকেটকে দায়ী করছেন।
গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমান বলেন, প্রতি বছর দেখা যায়, রোজার দুই-তিন মাস আগে থেকে সিন্ডিকেটের সদস্যরা তৎপর হন। রোজায় পণ্যের সরবরাহ বাড়াতে সরকার ব্যবসায়ীদের বিভিন্ন সুবিধা দিয়ে থাকেন। এসব সুবিধার মধ্যে আমদানিতে রাজস্ব ছাড় দেওয়ার কথা রয়েছে। এতে সরকার হাজার হাজার কোটি টাকার রাজস্ব বঞ্চিত থেকে হচ্ছে। তাই সরকারকে বাজার নিয়ন্ত্রণে আরও কঠোর হতে হবে। 
বেশ কয়েক মাস ধরেই সরকারের নিয়ন্ত্রণে নেই বাজার। সম্প্রতি লক্ষ্য করা গেছে, পেঁয়াজ ও সয়াবিন তেলের বাজার অস্থির। সরকার এসব দ্রব্যের দাম ঠেকাতে নানা উদ্যোগ গ্রহণ করলেও তা কাজে আসছে না। উপর্যুপরি সিন্ডিকেট করে ব্যবসায়ীরা ভোক্তাদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। প্রতি বছর রোজার আগে থেকেই সিন্ডিকেট চক্র দ্রব্যের দাম বাড়িয়ে থাকে। এজন্য সরকারকে দ্রব্যের দাম নিয়ন্ত্রণে কঠোর নজরদারি বাড়াতে হবে। ব্যবসায়ী সংগঠনের নেতাদের সঙ্গে পরামর্শ করে সরকারকে দাম নিয়ন্ত্রণের কৌশল বাস্তবায়ন করতে হবে। ভোক্তা সচেতনতা বাড়াতেও পদক্ষেপ নিতে হবে। বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ মুক্ত রাখতে এবং দ্রব্যের দামের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সরকারের কঠোর নজরদারি বাড়ানো, সংকট উত্তরণে সহায়ক হবে।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লায় ২৪ প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ
কুমিল্লায় অটোমেটেড পেট্রোলিয়াম ডিপোর উদ্বোধন
নানান আয়োজনে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় কুমিল্লায় মহান বিজয় দিবস উদযাপন
কুমিল্লা মহানগর জামায়াতের যুব র‌্যালী অনুষ্ঠিত
‘এক’শ বছরে ক্ষমতার ধারে কাছেও যেতে পারবে না জামায়াত ’
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
এখনও সংকটাপন্ন হাদির অবস্থা, চিকিৎসকদের চোখ ‘টাইম উইন্ডোতে’
৯ কোটি ২০ লাখে কলকাতায় মুস্তাফিজ
মুক্তিযুদ্ধকে নিয়ে কটাক্ষ করলে সাধারণ মানুষই উপযুক্ত জবাব দেবে : টুকু
খালেদা জিয়ার চিকিৎসা নিশ্চিতে সব ধরনের সহযোগিতা দিচ্ছে সরকার
মনোহরগঞ্জে জামায়াতে ইসলামীর বর্ণাঢ্য বিজয় র‍্যালি অনুষ্ঠিত
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২