
মহান বিজয় দিবস উপলক্ষে কুমিল্লার মনোহরগঞ্জে বর্ণাঢ্য বিজয় র্যালি ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কুমিল্লা-০৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যাপক ড. এ কে এম সৈয়দ সরওয়ার উদ্দিন সিদ্দিকীর নেতৃত্বে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলার নাথেরপেটুয়া স্টেশন বাজারে র্যালিটি অনুষ্ঠিত হয়। র্যালিটি বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ড. সরওয়ার উদ্দিন সিদ্দিকী বলেন, ইসলামের মূলনীতি হলো সাম্য, মানবতা, ন্যায্যতা ও ইনসাফ। কিন্তু পাকিস্তানি শাসনামলে এ দেশের মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত ছিল। সাম্য ও ইনসাফ প্রতিষ্ঠা করা হয়নি।
তিনি বলেন, মোহাম্মদ আলী জিন্নাহকে একবার প্রশ্ন করা হয়েছিল—তার রাষ্ট্রের সংবিধান কী? তিনি বলেছিলেন, দেড় হাজার বছর আগে আল্লাহ যে সংবিধান পাঠিয়েছেন, সেটিই তার রাষ্ট্রের সংবিধান- পবিত্র আল-কোরআন। অথচ পাকিস্তানি শাসকগোষ্ঠী এ দেশের মা-বোনদের সঙ্গে এবং নিরীহ মানুষের সঙ্গে যে অমানবিক আচরণ করেছে, তা কোনো কোরআন, হাদিস কিংবা ধর্মই সমর্থন করে না।
তিনি আরও বলেন, পাকিস্তানি শোষণের বিরুদ্ধে বাঙালি জাতি রাজপথে নেমে এসেছিল। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রাম, হাজার হাজার শহীদের আত্মত্যাগ এবং অসংখ্য মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। কিন্তু স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও যে লক্ষ্য নিয়ে মুক্তিযোদ্ধারা জীবন উৎসর্গ করেছিলেন, আমরা আজও সেই লক্ষ্যে পৌঁছাতে পারিনি।
তিনি বলেন, আজ আমরা পেয়েছি দুর্নীতিগ্রস্ত রাষ্ট্রব্যবস্থা, ঘুষনির্ভর প্রশাসন, সুদভিত্তিক অর্থনীতি এবং সন্ত্রাস, চাঁদাবাজি ও নৈরাজ্যে ভরা সমাজ। এসব সমস্যা থেকে উত্তরণের একমাত্র পথ হলো কোরআন-সুন্নাহভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীকে সমর্থন দিলে ইনসাফভিত্তিক সমাজ গঠন করা সম্ভব হবে ইনশাআল্লাহ।
মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা মোহাম্মদ নুরুন্নবীর সভাপতিত্বে ও সেক্রেটারি মো. ফয়েজুর রহমান সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জামায়াত ইসলামী মনোনীত মনোহরগঞ্জ উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মুহাম্মদ হামিদুর রহমান সোহাগ, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জয়নাল আবেদিন পাটোয়ারী, উপজেলা যুব বিভাগের সভাপতি মহিন উদ্দিন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ উল্লাহ, নাথেরপেটুয়া ইউনিয়ন জামায়াতের আমির সাংবাদিক আবদুল গোফরান ভূঁইয়া, মনোহরগঞ্জ উপজেলা সদর শিবিরের সভাপতি মীর হোসেন, উপজেলা পূর্ব শিবিরের সভাপতি রবিউল ইসলামসহ উপজেলা ও স্থানীয় জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
