রণবীর ঘোষ কিংকর।
কুমিল্লার
চান্দিনায় বিজয় দিবসের আলোচনা সভায় এলডিপি মহাসচিব ও সাবেক প্রতিমন্ত্রী
বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ বলেন- ‘একক সরকার গঠন তো দূরের কথা
আগামী এক’শ বছরে ক্ষমতার ধারে-কাছেও যেতে পারবে না জামায়াতে ইসলামী। এদেশের
মানুষ জানে তারা ১৯৭১ সালে রাজাকার, আলবদর, আল-শামস বাহিনী গঠন করে
নির্বিচারে দেশের মানুষের উপর গণহত্যা চালায়। এদেশের মেয়ে ও নারীদের তারা
পাকিস্তানী হানাদার বাহিনীর ক্যাম্পে ধরে নিয়ে যেতো। সেসব দিনের কথা আজও
মানুষ ভুলতে পারেনি।’
চান্দিনা পৌর এলডিপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের
উদ্যোগে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ মাঠে
আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তিনি
আরও বলেন- ‘১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন থেকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ
পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবের ব্যাপক অবদান রয়েছে। তিনি সে সময় সবচেয়ে বড়
মাপের নেতা ছিলেন। তিনি চাইলে স্বাধীনতার ঘোষণা দিতে পারতেন। কিন্তু মেজর
জিয়াউর রহমানই প্রথম স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। দ্বিতীয় দফায় মেজর জিয়া
বঙ্গবন্ধুর নামেই স্বাধীনতার ঘোষণা দেন। ইতিহাসে যার যেটুকু অবদান তা
স্বীকার করতে হবে।’
সভায় পৌর এলডিপি’র সভাপতি অধ্যাপক মো. গিয়াস উদ্দিন
ভূইয়া’র সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা এলডিপি’র সভাপতি
একেএম শামসুল হক মাস্টার, কেন্দ্রীয় এলডিপি’র উপদেষ্টা অধ্যক্ষ আবুল কাশেম,
উপজেলা এলডিপি’র সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু তাহের, সাংগঠনিক সম্পাদক
মোয়াজ্জেম হোসেন ভূইয়া, পৌর এলডিপি’র সাধারণ সম্পাদক হাজী মো. শাহ আলম,
সাংগঠনিক সম্পাদক জামশেদ আহমেদ জাকি, উপজেলা গণতান্ত্রিক যুবদল সভাপতি
প্রভাষক সাইফুল ইসলাম বাবর, সাধারণ সম্পাদক রাজীব আহমেদ ভূইয়া, উপজেলা
গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল সভাপতি সাখাওয়াত হোসেন সাক্কু প্রমুখ।
