গত পাঁচ বছর ধরে আমাদের প্রিয় সংগঠন 'আলোকিত বজ্রপুর' বই পড়ায় আগ্রহী পাঠকদের কাছে সহজে বই পৌছে দেয়ার লক্ষ্যে কুমিল্লা শহরের জনসমাগম হয় এমন কিছু জায়গায়/প্রতিষ্ঠানে সীমিত সামর্থের মধ্যে ছোট পরিসরে লাইব্রেরি স্হাপন করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
এ ধারাবাহিকতায় ইতোমধ্যে ০৭ টি সেলুন, ০১ বাস কাউন্টারে, ০১টি হাসপাতালে এবং একটি থানায় লাইব্রেরি স্হাপন করা হয়েছে।
আজ কুমিল্লা শহরের পানপট্টিতে ১০৮ টি ফ্ল্যাট সম্বলিত 'ভূইয়া হেরিটেজ ' অ্যাপার্টমেন্টে ছোট আকারে ১০০ টি বই দিয়ে অ্যাপার্টমেন্ট লাইব্রেরী উদ্বোধন করা হলো। এর উদ্দেশ্য হলো সবাইকে বিশেষ করে শিশু-কিশোরদের সহজে বই পড়ার সুযোগ করে দেয়া।
মাশাল্লাহ অ্যাপার্টমেন্টের শিশু-কিশোরদের সতঃস্ফুর্ত উপস্থিতি আমাদের আশাবাদী করেছে।
ইনশাআল্লাহ 'আলোকিত বজ্রপুর' এর এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।
