কুমিল্লার
চান্দিনায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে চান্দিনা মুক্ত দিবস। দিবসটি
উপলক্ষে চান্দিনা উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচির আয়োজন করা হয়।
সকাল থেকেই বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং শহীদ স্মৃতিস্তম্ভে
পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে স্মরণ করা হয় জাতির শ্রেষ্ঠ সন্তানদের।
শুক্রবার
(১২ ডিসেম্বর) সকাল ১০টার দিকে চান্দিনা উপজেলা নির্বাহী অফিসারের
কার্যালয়ের সামনে থেকে প্রথমে একটি র্যালিটি বের হয়। র্যালিটি উপজেলা
সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
র্যালি শেষে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহীদদের
প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
পরে সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ
মিলনায়তনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চান্দিনা
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক। এসময় উপস্থিত ছিলেন
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নুর, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ
সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা মো. মফিজ উদ্দিন ভূইয়া, উপজেলা মুক্তিযোদ্ধা
সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাজী আবদুল মালেকসহ
মুক্তিযুদ্ধ-সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী,
চান্দিনা থানা পুলিশ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
প্রসঙ্গত, ১৯৭১
সালের ১২ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর দখলমুক্ত হয় চান্দিনা। প্রতি
বছর এই দিনটি গভীর শ্রদ্ধা, স্মৃতি ও নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায়
উদ্বুদ্ধ করার মধ্য দিয়ে উদ্যাপিত হয়ে আসছে।
