
কুমিল্লা সরকারি কলেজ মাঠ প্রাঙ্গনে ১০ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দে "কুমিল্লা আইটি ইন্সটিটিউট প্রেজেন্ট বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫" শুভ উদ্বোধন করেন অত্র কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর মোঃ নূরুর রহমান খান স্যার,এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদ সম্পাদক ও সহযোগী অধ্যাপক মোঃ জিয়াউর রহমান, পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক মোঃ রবিউল আলম খান,ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক মোঃ সেলিম সিকদার, দর্শন বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মোঃ মিজানুর রহমান, সহকারী অধ্যাপক শারমিন জামান,ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোসাঃ হালিমা আক্তার,ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ ইকবাল হোসেন তালুদার এবং প্রভাষক নেছারুল হোসেন স্যার সহ প্রমুখ।
এ সময় অধ্যক্ষ মহোদয় উদ্বোধনী ম্যাচের ক্রিকেটারদের উদ্দেশ্য নিয়ম শৃঙ্খলা মূলক বক্তব্য প্রদান করেন এবং ক্রিকেট খেলার শুভ উদ্বোধন করেন।
খেলার শৃঙ্খলা ও পরিচালনায় শিক্ষার্থীদের মধ্যে ছিলেন মোঃ স্বজল মিয়া,ইফতেখার মান্নান ইফতি,আহমেদ রনি,তন্ময় দে,জোবায়ের ইবনে জহির, আরমান বাপ্পি সহ প্রমুখ।
উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করেন কুমিল্লা সরকারি কলেজ ছাত্রদল বনাম রাষ্ট্রবিজ্ঞান বিভাগ কুমিল্লা সরকারি কলেজ। উক্ত ম্যাচ কুমিল্লা সরকারি কলেজ ছাত্রদল জয়লাভ করে। আগামী ১৬ ডিসেম্বর টুর্নামেন্টটির ফাইনাল অনুষ্ঠিত হবে।
