
দুই
দফা পেছানোর পর প্রথম বিভাগ ক্রিকেট লিগ শুরুর তৃতীয় তারিখ চূড়ান্ত করেছে
সিসিডিএম। আগামী ১৪ ডিসেম্বর শুরু হবে প্রথম বিভাগ ক্রিকেট লিগ। এর আগে, ১৮
নভেম্বর টুর্নামেন্ট শুরু করতে চেয়েছিল আয়োজকরা। ক্লাবগুলোর অসহযোগিতার
কারণে পারেনি। দ্বিতীয় দফায় ১১ ডিসেম্বর শুরুর ইচ্ছার কথা বলেছিল সিসিডিএম।
সেটাও পারছে না। তিন দিন পিছিয়ে আগামী ১৪ ডিসেম্বর মাঠে গড়াবে লিগ।
বাংলাদেশ
ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদের নির্বাচনকে ঘিরে ঢাকার ক্লাবগুলোর মধ্যে
দূরত্ব বেড়েছে। ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজার্স এসোসিয়েশনের ব্যানারে
৪৩টি ক্লাব একজোট হয়ে সিসিডিএম-এর আওতাভুক্ত সকল লিগ বর্জনের হুমকি দিয়েছে।
তবে, বাকিদের নিয়েই শুরু হচ্ছে প্রথম বিভাগ ক্রিকেট লিগ। লিগের ২০টি
ক্লাবের মধ্যে ১৩টি ক্লাব বার্ষিক অনুদানের চেক পেয়েছে। বাকি ৭ ক্লাব লিগে
অংশগ্রহণ করবে না।
বুধবার (১০ ডিসেম্বর) নিজেদের অবস্থান জানাতে সংবাদ
সম্মেলন আয়োজন করে বিসিবি। এ সময় উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক ও সহ-সভাপতি
ফারুক আহমেদ, বিসিবি পরিচালক ও সিসিডিএম চেয়ারম্যান আদনান রহমান দীপন,
বিসিবি পরিচালক ও ফ্যাসিলিটিজ কমিটির চেয়ারম্যান শানিয়ান তানিম এবং বিসিবি
পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান মোকসেদ আলম।
ক্রিকেটারদের স্বার্থের
কথা বিবেচনা করে লিগে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিসিবি
সহ-সভাপতি ফারুক আহমেদ, ‘‘একটা ব্যাপার স্পষ্ট। যারা নির্বাচন থেকে সরে
দাঁড়িয়েছেন, তারাই এখন লিগ বর্জনে সোচ্চার। প্রতিবাদের ভাষা অনেক আছে। তাই
বলে ক্রিকেটকে বন্ধ করা প্রতিবাদের ভাষা হতে পারে না। দেশে গুরুত্বপূর্ণ
হলো খেলা। লিগ না হলে ক্ষতিগ্রস্ত হবেন ক্রিকেটাররা। সে কারণেই
ক্রিকেটারদের স্বার্থে খেলা মাঠে গড়ানো দরকার।’’
লিগে অংশ না নিলে বাইলজ
অনুযায়ী ব্যবস্থা নিবে সিসিডিএম। নিজেদের সিদ্ধান্ত ক্লাবগুলোকে পরিষ্কারও
করেছেন ফারুক আহমেদ। একই সঙ্গে ঘোষণা দিয়েছেন, ক্রিকেটারদের জন্য বিকল্প
টুর্নামেন্টের চিন্তাও করছে বিসিবি, ‘‘ক্লাব ক্রিকেট টাকা পয়সা খরচ করে আজ
বাংলাদেশের ক্রিকেটকে এ পর্যায়ে নিয়ে এসেছে। এটা অস্বীকার করার উপায় নেই।
তবে ক্লাব ক্রিকেট শেষ পর্যন্ত অনুষ্ঠিত না হলে কিংবা সকল ক্লাব অংশ না
নিলে ক্রিকেটারদের জন্য বিকল্প ভাবনাও আছে বিসিবির।’’
