বৃহস্পতিবার ১১ ডিসেম্বর ২০২৫
২৭ অগ্রহায়ণ ১৪৩২
বসুন্ধরা কিংস-মোহামেডানের ম্যাচ জাতীয় স্টেডিয়ামে!
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ১২:১৫ এএম আপডেট: ১১.১২.২০২৫ ১২:২৫ এএম |


  বসুন্ধরা কিংস-মোহামেডানের ম্যাচ জাতীয় স্টেডিয়ামে!

১৬ ডিসেম্বর বসুন্ধরা কিংস ও মোহামেডানের ম্যাচ ছিল কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে। ওই দিন কুমিল্লা স্টেডিয়ামে বিজয় দিবসের অনুষ্ঠান থাকায় ম্যাচটি আয়োজন সম্ভব নয়। তাই আজ (বুধবার) বিকেলে লিগ কমিটির সভায় ম্যাচটি ঢাকার জাতীয় স্টেডিয়ামে সরিয়ে নেওয়া হয়েছে। 
২০২১ সালের আগস্ট থেকে জাতীয় স্টেডিয়ামে সংস্কার কাজ শুরু হয়। ২০২৫ সালে ৪ জুন বাংলাদেশ-ভুটান ম্যাচ দিয়ে সংস্কারের পর খেলা শুরু হয়। আন্তর্জাতিক ম্যাচ হলেও ঘরোয়া ফুটবলের খেলা এখনো সেখানে হয়নি। বিশেষ পরিস্থিতিতে বসুন্ধরা কিংস-মোহামেডানের ম্যাচ জাতীয় স্টেডিয়াম আনতে বাধ্য হচ্ছে লিগ কমিটি।  
ঐতিহ্যবাহী ও সমর্থকপুষ্ট মোহামেডান অনেক দিন পর জাতীয় স্টেডিয়ামে খেলবে। তাদের সমর্থকরা স্টেডিয়ামে আসতে  পারেন, কিন্তু বাফুফে কিংস-মোহামেডান ম্যাচ দর্শকশূন্য করার পরিকল্পনা করছে। তাদের যুক্তি, ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিন পুলিশ বা নিরাপত্তা কর্মী পাওয়া কঠিন হবে। বেশি দর্শক সমাগম হলে সেটার ব্যবস্থাপনা ঝুঁকিপূর্ণ হতে পারে। আবার জাতীয় স্টেডিয়ামে ম্যাচ আয়োজন ব্যয়বহুল ও জাতীয় ক্রীড়া পরিষদকে আয়ের হিস্যা দিতে হয়। 
ফুটবলের প্রাণ দর্শক। দীর্ঘদিন পর জাতীয় স্টেডিয়ামে ঘরোয়া ফুটবলের বড় ম্যাচ। ছুটির দিন থাকায় দর্শকদের খেলা উপভোগের সুযোগ রয়েছে। টিকিট বিক্রির মাধ্যমে ব্যয় সমন্বয়ের সম্ভাবনা রয়েছে। দর্শকবিহীন না দর্শক নিয়ে, এই বিষয়টি লিগ কমিটি থেকে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের ওপর ন্যস্ত করা হয়েছে। তার সিদ্ধান্তের ওপরই মূলত নির্ভর করছে বিষয়টি। ফেডারেশন কাপ কুমিল্লা ও বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত হয়। 
২০২৫-২৬ ফুটবল মৌসুম শুরু হয়েছিল মোহামেডান ও বসুন্ধরা কিংসের চ্যালেঞ্জ কাপের ম্যাচ দিয়ে। সেই ম্যাচের ভেন্যু নিয়ে অনেক জটিলতা ছিল। শেষ পর্যন্ত অপ্রস্তুত কুমিল্লা ভেন্যুতে খেলা হয়েছিল। এবার মোহামেডান-কিংস ফেডারেশন কাপের ভেন্যু নিয়েও জটিলতা তৈরি হয়েছে। 
আজকের মিটিংয়ে আরেকটি আলোচ্যসূচি ছিল প্রিমিয়ার লিগের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপ লিগ। গত আসরের সাত দলের সঙ্গে নতুন তিন দল খেলাঘর, চট্টগ্রাম সিটি ফুটবল ক্লাব, শুকতারা নারায়ণগঞ্জ চ্যাম্পিয়নশিপ লিগে খেলার অনুমতি পেয়েছে। নারায়ণগঞ্জের ক্লাব শুকতারা প্রিমিয়ার লিগ খেলেছে। অবনমন হওয়ার পর ফুটবল থেকে হারিয়ে যায়, আবার ফিরে আসছে দীর্ঘদিন পর। এক সময় বাফুফে নিয়ম করেছিল নতুন ক্লাব চ্যাম্পিয়নশিপ লিগে খেলতে হলে ৫০ লাখ টাকা দিতে হবে। সেখান থেকে সরে এখন ১৫ লাখ টাকা হয়েছে। ২২ ডিসেম্বর থেকে চ্যাম্পিয়নশিপ লিগের দলবদল শুরু হওয়ার কথা। কমলাপুর, গাজীপুর, ফর্টিজ, বসুন্ধরার মাঠকে সম্ভাব্য অনুশীলন ভেন্যু হিসেবে রাখা হয়েছে।
বাফুফের অন্যতম গুরুত্বপূর্ণ স্ট্যান্ডিং কমিটি পেশাদার লিগ। আনুষ্ঠানিক চিঠিতে আজ বিকেল চারটায় বাফুফে ভবনে মিটিং হওয়ার কথা ছিল। আজ সকালে ভবনের পরিবর্তে মিটিংয়ের ভেন্যু লিগ কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান তার অফিসে নির্ধারণ করেন। এতে দুই জন সশরীরের পরিবর্তে অনলাইনে যুক্ত হন। কমিটির একজন সদস্য সেটাও হননি। ইমরুল হাসান দেশের ফুটবলের দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তি হলেও বাফুফের নির্বাহী কমিটির কয়েকটি সভায় উপস্থিত হননি। সাম্প্রতিক সময়ে জাতীয় স্টেডিয়ামে পুরুষ ও নারী দলের আন্তর্জাতিক ম্যাচ দেখতে আসেননি।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
পদত্যাগ করেছেন উপদেষ্টা আসিফ ও মাহফুজ
কুমিল্লা সিটি কর্পোরেশনের সব অফিস তামাকমুক্ত ঘোষণার দাবিতে মতবিনিময় সভা
গোমতীর উত্তরের জনপদকে নগরায়নে রূপ দেওয়া হবে
‘প্রতিযোগিতা’ করে সড়ক বিভাজকের গাছে ফেস্টুন
১২৫ আসনে প্রার্থী ঘোষণা করল এনসিপি, কারা পেলেন মনোনয়ন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিস্ফোরক-অস্ত্রের হটরুটকুমিল্লা সীমান্ত
কুমিল্লা-২ আসনে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে মনোনয়ন বঞ্চিতদের ঐক্যের ঘোষণা
দুর্নীতিমুক্ত দেশ গড়তে একসাথে কাজ করতে হবে: জেলা প্রশাসক
বিএমএ কুমিল্লার সাবেক সভাপতি ডা. শহীদুল্লাহর ইন্তেকাল
স্কুলে ভর্তির লটারি কাল
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২