মঙ্গলবার ৯ ডিসেম্বর ২০২৫
২৫ অগ্রহায়ণ ১৪৩২
ইস্টার্ন মেডিকেল কলেজে যথাযোগ্য মর্যাদায় কুমিল্লা মুক্ত দিবস উদ্যাপন
প্রকাশ: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ১২:৫১ এএম আপডেট: ০৯.১২.২০২৫ ১:২১ এএম |



 ইস্টার্ন মেডিকেল কলেজে যথাযোগ্য মর্যাদায় কুমিল্লা মুক্ত দিবস উদ্যাপন৮ ডিসেম্বর কুমিল্লা মুক্ত দিবস। আজকের এই দিনে কুমিল্লার বীর মুক্তিযোদ্ধা ও ভারতীয় বাহিনীর যৌথ আক্রমণে ১৯৭১ সালে পাক হানাদার বাহিনীকে পরাজিত করে মুক্তিকামী জনতা কুমিল্লাকে মুক্ত করে। যথাযোগ্য মর্যাদায় এই দিবসকে স্মরণ রেখে প্রতি বৎসরের ন্যায় ইস্টার্ন মেডিকেল কলেজ ৮ ডিসেম্বর ২০২৫ সোমবার সকাল থেকে  দিবসব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করা হয়।  

ভোর ৬টায় কলেজ পতাকা মঞ্চে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা ও কলেজের পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচী শুরু হয়। সকাল ১১:০০ মিনিটে ১৯৭১ এর বীর মুক্তিযোদ্ধা বুড়িচং থানা কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বশির আহমেদ বাছির ও কমান্ডের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ মফিজুল ইসলাম এর নেতৃত্বে স্থানীয় মুক্তিযোদ্ধারা কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। 
 ইস্টার্ন মেডিকেল কলেজে যথাযোগ্য মর্যাদায় কুমিল্লা মুক্ত দিবস উদ্যাপনউদ্বোধন অনুষ্ঠানের মুক্ত দিবসের বিজয় র‌্যালীতে বীর মুক্তিযোদ্ধা যথাক্রমে আলী আজম, আব্দুর রাজ্জাক, মোঃ ফরিদ উদ্দিন ভূঁইয়া, সামছুল হক ভূঁইয়া, মোঃ খোরশেদ আলম, আবদুল হামিদ, আব্দুর রাজ্জাক, মোঃ রফিক উল্লাহ, ইস্টার্ন মেডিকেল কলেজের প্রশাসনিক কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দ্র দাস সমেত বিজয় র‌্যালী ইস্টার্ন মেডিকেল কলেজ প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ড. শাহ্ মোঃ সেলিম, উদ্যোক্তা পরিচালক অধ্যাপক ডাঃ মোঃ কলিম উল্লাহ, নির্বাহী পরিচালক জনাব মোঃ জাহাঙ্গীর ভূঁইয়া, কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ জাকিরুল ইসলাম সহ কলেজ ও হাসপাতালের বিভিন্ন বিভাগের শিক্ষক মন্ডলী, ইন্টার্ন ডাক্তার, কর্মকর্তা-কর্মচারী, দেশি-বিদেশি শিক্ষার্থী সমেত মুক্ত দিবসের বর্ণাঢ্য র‌্যালী কাবিলা ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে ক্যাম্পাসে স্থাপিত ‘‘শানিত’৭১” নামে বিজয়মঞ্চে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পন করেন। মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাড়িয়ে ১ মিনিট নিরবতা পালন শেষে মুক্ত দিবসের আলোচনায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অন্যতম উদ্যোক্তা ড. শাহ্ মোঃ সেলিম। সভার শুরুতে বীর মুক্তিযোদ্ধাদের ইএমসি-২১ ব্যাচের নবাগত দেশী-বিদেশী শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছা জানান। আলোচনায় বীর মুক্তিযোদ্ধা বুড়িচং থানা কমান্ডার বশির আহমেদ বাছির প্রতি বৎসর ইস্টার্ন মেডিকেল কলেজ কর্তৃপক্ষ কর্তৃক নবপ্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা ও দেশ গড়ার প্রত্যয় নিয়ে এ ধরনের আয়োজন ও বীর যোদ্ধাদের সম্মানিত করায় আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান। আলোচনা সভায় যথাক্রমে পরিচালক একাডেমিক অধ্যাপক ডাঃ মোঃ কলিম উল্লাহ, নির্বাহী পরিচালক জনাব মোঃ জাহাঙ্গীর ভূঁইয়া, প্রশাসনিক কর্মকর্তা আছরারুল আজিজ, ইএমসি-২১ ব্যাচের দেশী শিক্ষার্থী লাবিবা তাসনিম ফারহা ও বিদেশী শিক্ষার্থী মার্টিনা দেবী সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। 
সভাপতির ভাষণে ড. শাহ্ মোঃ সেলিম মহান মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ সকল শহীদদের শ্রদ্ধা জানিয়ে ইস্টার্ন মেডিকেল কলেজ কর্তৃপক্ষের ৮ ডিসেম্বর-১৬ ডিসেম্বর পর্যন্ত প্রতি বৎসর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের দেশ গড়ার প্রত্যয় নিয়ে চিকিৎসক হিসাবে নিজেদের নিয়োজিত করার আহবান জানান। তিনি একটি শোষণহীন সমাজ ব্যবস্থা পূনঃগঠনে দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে নবপ্রজন্মকে যথাযথ দায়িত্ব পালনে এগিয়ে আসার আহবান জানান। 














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
বিজয় মেলার নামে কুমিল্লায় ‘বাণিজ্যমেলা’র আয়োজন
দেশে সাড়ে ১৪ লাখ টন খাদ্যশস্য মজুদের পাশাপাশি আমন ধান উৎপাদনেও লক্ষ্যমাত্রা অর্জন -কুমিল্লায় খাদ্য উপদেষ্টা
কুমিল্লা মুক্তদিবসে বর্ণাঢ্য র‌্যালি
বিজয় দিবসে ‘বিশ্ব রেকর্ডের’ প্রস্তুতি বাংলাদেশের
সৌদিআরবে বেকারিতে দগ্ধ হয়ে রেমিটেন্সযোদ্ধার মৃত্যু
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শওকত মাহমুদ গ্রেপ্তার
৮ ডিসেম্বর মুক্ত হয় কুমিল্লা রাস্তায় নামে জনতার ঢল
সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনে কমিশন প্রস্তুত
ডাস্টবিনের ময়লা রাস্তায়, ডেঙ্গু আতঙ্ক
৮-১৫ডিসেম্বরের মধ্যে যেকোন দিনতফসিল
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২