সোমবার ৮ ডিসেম্বর ২০২৫
২৪ অগ্রহায়ণ ১৪৩২
প্রয়োজনে ৩০০ ভোট পাবো তবুও চাঁদাবাজদের কাছে মাথা নত করব না: হাসনাত আব্দুল্লাহ
শাহীন আলম
প্রকাশ: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ১২:১৮ এএম আপডেট: ০৮.১২.২০২৫ ১:১৫ এএম |


 প্রয়োজনে ৩০০ ভোট পাবো  তবুও চাঁদাবাজদের কাছে মাথা নত করব না: হাসনাত আব্দুল্লাহ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, নেতার জন্য বিশেষ ব্যবস্থা, বিশেষ চেয়ার, বিশেষ প্রটোকল, এই বিশেষ মানুষকে আমাদের মত সাধারণ মানুষ আর নেতা হিসেবে আমরা মানবো না। আমরা প্রয়োজন দশটা ভোট পাবো কিন্তু চাঁদাবাজদের বিরুদ্ধে আমাদের লড়াই চলতেই থাকবে। আমরা প্রয়োজনে ৩০০ ভোট পাব কিন্তু চাঁদাবাজের কাছে কখনো মাথা নত করবো না। দেবিদ্বার থেকে চাঁদাবাজদের নির্মূল না করা পর্যন্ত এ লড়াই চলবে।
আজ (৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুমিল্লার দেবিদ্বার উপজেলার গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের বল্লভপুর বাজারে দিনব্যাপী নির্বাচনী পদযাত্রা শেষে ‘উঠানে রাজনীতি’ শীর্ষক এক উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি। এনসিপির এ নেতা আরও বলেন, আমার মায়েরা-বোনেরা রোজা রেখে আমাকে ভোট দিতে আসবে। বিশ^বিদ্যালয়ে পড়ুয়া আমার ভাই বোনরা আমার জন্য কাজ করবে। প্রবাসে যে ভাইয়েরা থাকেন তারা ফোনে ফোন আমাকে ভোট দিতে বাড়িতে বলে দিয়েছেন। রাজমিস্ত্রী ও খেটে খাওয়া মানুষ যারা আমার আব্বার বন্ধুরা আছেন এবার তাঁরাই হবে আমার নির্বাচনে এজেন্ট। কারণ তাদের সন্তান এবার নির্বাচনে দাঁড়াইছে। মা-বাবার এবারের ভোট তাদের সন্তানের পক্ষে হোক। আমাদের সমাজে এক উল্লেখযোগ্য সংখ্যাক হচ্ছে তরুণ প্রজম্ম, যারা জাগতিক স্বার্থের কাজে পরাজয় বরণ করে না, যারা গুলির কাছে বুক পেতে দেয়, এবার নির্বাচন হবে তাদের জন্য পরীক্ষা। দাদা দেখে নাতিকে কেউ ভোট দেয় না, ব্যক্তি দেখে ভোট দেয়। ভোট দেন আমারে আর আইসা মাতাব্বরি করে আমার বউয়ে মাতাব্বরি করে আমার শালায় এটা কি আপনারা মাইন্না নেবেন। ব্যাপার এমন যে, দাঁড়াইলো লাল মিয়া ভোট চায় চান মিয়া সংসদে যাবে কালা মিয়া আমার ভোট তাহলে পাবে কোন মিয়া।আমি যদি জিতি সংসদে কি আমার বউয়ে যাবে ? সংসদে কি আমার পোলায় যাবে ? সংসদে কি আমার বাপে যাবে ?  যে সংসদে যাবে তাকেই ভোট চাইতে আসতে হবে। যে সংসদে যাবে সে মাতাব্বরি করবে। আর যদি কেউ মাতাব্বরি করতে চায় তাহলে তাকে নিজে ভোটে দাঁড়াইতে হবে। এখন যদি কেউ মনে করে লাঠি দিয়ে দেশ চালাইবো। শেখ হাসিনার কথা কি মনে আছে ? এ ছুঁতা নেতাগিরি বাংলাদেশে আর চলবে না। আমাদের দেশে অনেক চেয়ারম্যান আছে, চেয়ারম্যান থেকে  পোলায় বেশি সেয়ানা। আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, কারণ আমরা যারা নেতা বানাই নেতারা আমাদের কখনো মানুষই মনে করে না। উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন, দেবিদ্বার উপজেলা জাতীয় নাগরিক পার্টির ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়ক মো. জাহাঙ্গীর আলম সরকার, কেন্দ্রীয় যুবশক্তির সদস্য   মো. নাজমুল হাসান নাহিদ দেবিদ্বার উপজেলা এনসিপি যুগ্ম সমন্বয়কারী শামীম কাউছার, সাইফুল ইসলাম শামীমসহ এনসিপি বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।  















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
৮ ডিসেম্বর মুক্ত হয় কুমিল্লা রাস্তায় নামে জনতার ঢল
সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনে কমিশন প্রস্তুত
৮-১৫ডিসেম্বরের মধ্যে যেকোন দিনতফসিল
তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে পোস্টারনা সরালে ব্যবস্থা
তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কুবির সমঝোতা স্মারক চুক্তি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জীবনের বাকি সময়টা নেতাকর্মীদের সঙ্গেই থাকতে চাই-হাজী ইয়াছিন
হৃদয়বান মানুষ হতে বই পড়ার বিকল্প নেই : ড. নেয়ামত উল্লাহ ভূঁইয়া
অর্থের চাইতে মানুষের আস্থা আমার কাছে অনেক বড় : হাসনাত আব্দুল্লাহ
খালেদা জিয়ার সুস্থতা কামনায় মুরাদনগরে কায়কোবাদের ৫০০ বার কুরআন খতম
ইস্টার্ন মেডিকেল কলেজ কুমিল্লায় বেগম খালেদা জিয়াররোগ মুক্তিতে কোরআন খতম ও দোয়া
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২