কুমিল্লা টাউন হল মাঠে বইমেলার সমাপনী অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্লাহ ভূঁইয়া বলেন, একজন লেখক যত বড়, তিনি তত বড় পাঠক। আপনি যদি না পড়েন, তবে লেখক হতে পারবেন না, চিন্তাশীল বা সংস্কৃতিবান মানুষ হতে পারবেন না।
গতকাল শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন।
ড. নেয়ামত উল্লাহ ভূঁইয়া তাঁর বক্তব্যে বই পড়াকে মানবতা ও হৃদয়বৃত্তি বিকাশের অপরিহার্য মাধ্যম হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, আমাদের সমাজে সকল জীবন্ত মানুষের হৃদপিণ্ড আছে, কিন্তু সকল জীবন্ত মানুষের হৃদয় নাই। হৃদয়হীন মানুষে ভরে গেছে আমাদের সমাজ। হৃদয় ভিত্তিক চেষ্টা করতে চাইলে বই পড়া ছাড়া আর কোনো বিকল্প নাই।"
তিনি মোবাইল ডিভাইসে বই পড়ার কথা উল্লেখ করে বলেন, বইয়ের যে 'নেচার' ধরে পড়ার নেচার, তার গুরুত্ব অপরিসীম।
ড. নেয়ামত উল্লাহ ভূঁইয়া আরও বলেন, অন্ধকারে থাকা যায় না-আকাশে তারারা আলো জ্বালায়, নিচে জোনাকিরা আলো জ্বালায়। তিনি লেখকদের ঘরে ঘরে আলো জ্বালানোর সৎ ইচ্ছা নিয়ে কাজ করার কথা বলেন। আলো জ্বালানোর প্রথম কাজ হলো শিক্ষা গ্রহণ, দীক্ষা গ্রহণ, বই পড়া, বই থেকে জ্ঞান আহরণ করা এবং সেই জ্ঞানকে মানুষের সঙ্গে যুক্ত করা। বই ছাড়া মানুষকে যুক্ত করা সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, "আমরা মিলেছি আজ মায়ের ডাকে, ঘরের হয়ে পরের মতন, ভাই ছেড়ে ভাই কয়দিন থাকে!" তিনি বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, "মোর নাম এই বলে ক্ষেত হোক আমি তোমাদেরই লোক।" তিনি নিজেকে কুমিল্লার সন্তান হিসেবে পরিচয় দেন। তিনি সমাজের অর্ধেক অংশ নারী উল্লেখ করে তাদের প্রতি আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান এবং নারীর ক্ষমতায়নের গুরুত্ব তুলে ধরেন।
বইমেলা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. মো: সানোয়ার জাহান ভূঁইয়া, কুমিল্লা পিপিএম পুলিশ সুপার মো: আনিসুজ্জামান এবং জাতীয় গ্রন্থকেন্দ্রের উপপরিচালক মো: ফরিদ উদ্দিন সরকার। এছাড়াও সম্মানিত আলোচক হিসেবে আলোচনা করেন লেখক ও গবেষক প্রফেসর শান্তিরঞ্জন ভৌমিক এবং কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাসুক আলতাফ চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান।
