বিএনপির
চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ৫০০
বার পবিত্র কুরআনের খতম,এতিম ও অসহায়দের মাঝে গরু সাদাকাহ, পবিত্র মক্কায়
বকরি সাদাকাহ ও দোয়া মাহফিল করেছেন মুরাদনগরের সাবেক ৫ বারের এমপি ও
মন্ত্রী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল
হোসেন কায়কোবাদ।
দোয়া মাহফিলে খালেদা জিয়ার সুস্থতা কামনায় মোনাজাতে
কাঁদলেন সাবেক মন্ত্রী কায়কোবাদ কাঁদল দোয়া মাহফিলের উপস্থিত জনতা। সাবেক এ
মন্ত্রীর মোনাজাতে হাউমাউ করে কেঁদে উঠে বৃদ্ধ মানুষগুলো।
প্রধান
অতিথির বক্তব্যকালে উপস্থিত জনসমুদ্রের কাছে অনুরোধ করে কাজী শাহ মোফাজ্জল
হোসেন কায়কোবাদ বলেন- আমাদের আপোষহীন নেত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায়
আপনারা সকলেই দুই রাকাআত নফল নামাজ পড়ে দোয়া করবেন? এ সময় উপস্থিত জনতা হাত
উঠিয়ে নফল নামাজ পড়ার প্রতিশ্রুতি দেন।
৬ ডিসেম্বর শনিবার বিকেলে
মুরাদনগর উপজেলার আকুবপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত খালেদা জিয়ার সুস্থতা
কামনায় দোয়া মাহফিলে জনতার ঢল নামে। দোয়া মাহফিল রুপ নেয় জনস্রোতে।
খালেদা
জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল
হোসেন কায়কোবাদ এর আগমন ঘিরে আকুবপুর ইউনিয়নে জনতার ঢল নামে
এতে প্রধান
অতিথির বক্তব্য রাখেন মুরাদনগরের গণমানুষের নন্দিত নেতা ৫ বারের সাবেক এমপি
ও মন্ত্রী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান কাজী শাহ
মোফাজ্জল হোসেন কায়কোবাদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- আজকের
আমাদের এই সমাবেশ, আমাদের এই দোয়া সবই বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায়।
তিনি এমন একজন নেত্রী যার স্বামীকে হত্যা করা হয়েছে, যিনি ছেলেকে
হারিয়েছেন, বিনা অপরাধে জেল খেটেছেন। আমি আজ কষ্টে কথা বলতে পারছি না, আমি
দুইদিন হাসপাতালে গিয়েছি ওনাকে দেখতে। ওনি যেই ত্যাগ স্বীকার করছেন, তা
শুধু অত্যাচার নয়, ওনার যে বাড়ি, সেই বাড়ি থেকে আওয়ামী সরকার জোরপূর্বক বের
করে দিয়েছেন। ওনাকে মিথ্যা মামলা দিয়ে কারাদণ্ড দিয়েছে, জেলখানায় রেখেছে,
তারপরেও ওনি কোন আপোষ করেন নাই। এই অত্যাচার থেকে আল্লাহ ওনাকে মুক্ত
করেছেন। আল্লাহ যেহেতু ওনাকে মুক্ত করেছেন নিশ্চই কোন কারন আছে। আল্লাহ যেন
ওনাকে ভাল রাখেন, সুস্বাস্থ্য নেয়ামত দান করেন আপনাদের কাছে সেই দোয়া
কামনা করি। বেগিম জিয়ার সুস্থতা কামনায় মুরাদনগরে ৫০০ বেশি কোরআন খতম
হয়েছে, অসংখ্য গরু, ছাগল সদকা করা হয়েছে।
এই বাংলাদেশে বেগম জিয়ার
বিকল্প কেউ নাই, যদিও তারেক রহমান অবশ্যই তাঁর বিকল্প কিন্ত ওনি তো তাঁরই
সন্তান। ওনার বিরুদ্ধে বিরাট ষড়যন্ত্র চলছে। দেশি বিদেশি শত্রুরা তাঁর
বিরূদ্ধে নানা ষড়যন্ত্র করছে, আপনারা সবাই তারেক রহমানের জন্য জন্য দোয়া
করবেন। আল্লাহ যেন ওনাকে সুস্থভাবে দেশে ফেরত এনে আমাদের সেবা করার সুযোগ
দেয়। বাংলাদেশের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য দোয়া করবেন।
আমি
মুরাদনগরে এসে শুনলাম, এখানের জামায়াতে ইসলামীর প্রার্থী নাকি বলতেছে,
ওনাকে পাশ করাইলে ওনি কোরআনি শাসন কায়েম করবে। আমি বলতে চাই কোরআনের শাসন
কায়েম করতে হলে তো নিজের ভিতরে কোরআনের বিধান প্রয়োগ করতে হবে। আমরা ওনাকে
উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছিলাম। নির্বাচিত হওয়ার পর
পাঁচ বছরে তিনি কোন স্কুল, মাদ্রাসা, কলেজ কিংবা কোন রাস্তাঘাটের উন্নয়ন
করে নাই। তাহলে তাদের থেকে দেশ কি আশা করে?
আজকে আমার বোনেরা দলে দলে এই
দোয়া মাহফিলে যোগ দিয়ে খুব শান্ত ও সুশৃঙ্খলভাবে বসে আছে, আমি তাদের প্রতি
কৃতজ্ঞ। আমি আমার বোনদের সাথে আলাদা করে সময় নিয়ে কথা বলব, তাদের সমস্যা
শুনে সমাধানের চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার মুরাদনগরের ভাইয়েরা তো বিএনপির
পাগল, ধানের শীষের জন্য পাগল। ভাই বোন যেখানে আমরা আছি সেখানে। ভাই-বোনে
মিলে এই মুরাদনগরকে গড়বো, মুরাদনগরকে সাজাবো ইনশাআল্লাহ।
বক্তব্য শেষে
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করেন কাজী শাহ
মোফাজ্জল হোসেন কায়কোবাদ। এসময় তিনি বেগম জিয়ার সুস্থতা, নেক হায়াত ও তারেক
রহমানকে সুস্থ ও নিরাপদে দেশে এসে মানুষের সেবা করার জন্য আল্লাহর কাছে
প্রার্থনা করেন।
উল্লেখ্য যে, সাবেক এই মন্ত্রীর উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় পবিত্র মক্কা নগরীতে বকরি সাদাকাহ ও উমরাহ করা হয়।
দোয়া
মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক
সম্পাদক মোস্তাক মিয়া। উত্তর জেলা বিএনপির আহবায়ক আক্তারুজ্জামান সরকার,
সদস্য সচিব এএফএম তারেক মুন্সী।
মুরাদনগর উপজেলা বিএনপির আহবায়ক
মহিউদ্দিন অঞ্জনের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের আহবায়ক সোহেল সামাদ,জেলা
বিএনপির সদস্য নাসির উদ্দীন নয়ন ও মোঃ শরীফ খানের যৌথ সঞ্চালনায় বিশেষ
অতিথির হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য গোলাম
মহিউদ্দিন মোল্লা, মুরাদনগর উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মজিবুল হক,
যুগ্ম আহবায়ক কামাল উদ্দীন ভুইয়া,শাহ আলম সরকার, আব্দুল আজিজ মোল্লা, নজরুল
ইসলাম, ফারুক সরকার মজিব,দুলাল সরকার, আহবায়ক কমিটির সদস্য সোহেল আহমেদ
বাবু । উপজেলা মহিলা দলের সভাপতি কাজী তাহমিনা আক্তার। উপজেলা যুবদলের
সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা, সদস্য সচিব সৈয়দ হাসান আহাম্মেদ।
স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এডভোকেট নাছির উদ্দীন আহমেদ ও সিনিয়র যুগ্ম
আহবায়ক ফারুক আহমেদ বাদশাহ। বিএনপি নেতা আব্দুস সাত্তার, আলাউদ্দিন।
এছাড়াও
উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক খাইরুল আহসান, সদস্য সচিব সুমন
মাষ্টার, সিনিয়র যুগ্ম আহবায়ক নাজিম উদ্দীন, ছাত্র আন্দোলনের নেতা নাহিদ
ইসলামসহ অন্যান্য নেতাকর্মীরা।
