শুক্রবার ৫ ডিসেম্বর ২০২৫
২১ অগ্রহায়ণ ১৪৩২
এখনকার জুলুম হাসিনার জুলুমের সঙ্গে মিলে যাচ্ছে : হাসনাত আব্দুল্লাহ
শাহীন আলম
প্রকাশ: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ১:২৬ এএম আপডেট: ০৫.১২.২০২৫ ১:৩৪ এএম |


   এখনকার জুলুম হাসিনার জুলুমের সঙ্গে মিলে যাচ্ছে : হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা-৪ দেবিদ্বার আসনে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র প্রার্থী এবং দলটির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আমার সভায় এক কর্মী আসায় তার বাড়িতে গিয়ে তার মাকে মারধর করে আসছে একটি দলের লোকজন। ওই নেতাদের লজ্জা হওয়া উচিত। এই জুলুম তো হাসিনার জুলুমের সঙ্গে মিলে যাচ্ছে। জ্ঞানী লোক ইতিহাস থেকে শিক্ষা নেয়। আপনাদের রাজনৈতিক কি পরিমাণ দেউলিয়া হলে আমাদের মত নয় মাসের রাজনৈতিক দলে কেউ যদি আসে আপনারা বাড়িতে গিয়ে হুমকি দিয়ে আসেন। এ থেকে তো বড় দেউলিয়া আর কিছুই হতে পারেনা। 
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দেবিদ্বার উপজেলার বরকামতা ইউনিয়নের বাগুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে একটি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।  
হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, নির্বাচনে আমার কোনো কর্মী বা এজেন্ট লাগবে না, কোনো টাকা পয়সাও খরচ হবে না, কারণ প্রত্যেকটা ভোটারই আমার কর্মী এজেন্টে, যারা নিজের অর্থ দিয়ে নির্বাচন করবে। আগে ভোট চাইতে গেলে ভোটারদের টাকা দিতে হতো, চা খাওয়াইতে হতো আর এখন আমি ভোটের জন্য গেলে মা’রা আমাকে খাবার দেয়, পকেটে টাকা গুজে দেয় এইটাই আমার জন্য সবচেয়ে বড় পাওয়া।”
পথসভায় এনসিপির এই নেতা আরও বলেন,কোন কোন নেতা বলেন, আমি নাকি ৫০০ ভোটও পাব  না,  আমি এ ৫০০ ভোট পাওয়ার আশায় দেবিদ্বারের এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছুটে যাচ্ছি, আমি ১০ টা ভোটও পাই তাহলে নির্বাচনের পর এ ১০ জনকে নিয়ে আমি কাজ করব। তবুুও এ দেবিদ্বার ছেড়ে যাবো না। আমার নির্বাচন তারাই করবে যারা রাস্তায় আলো জ্বালায় কিন্তু নিজের ঘরের কুপিতে তেল থাকে না, যারা মানুষের ভাত জোগায় কিন্তু নিজের হাড়িতে ভাত রান্নার চাল থাকে না। আমার নির্বাচন চাওয়ালারা, রিকশাওয়ালারা, রাজমিস্ত্রিরা করবে। জয় পরাজয় যাই হোক, দেবিদ্বারের মানুষের সঙ্গে থাকব।
এর আগে সকাল ৭টা থেকে বড়কামতা ও মোহনপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় দিনব্যাপী গণসংযোগ করেন তিনি। এসময়  তিনি বিভিন্ন গ্রাম, হাটবাজার ও বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন, দেবিদ্বার উপজেলা জাতীয় নাগরিক পার্টির ভারপ্রাপ্ত  প্রধানসমন্বয়কারী মো. জাহাঙ্গীর আলম সরকার, যুগ্ম সমন্বয়কারী সাইফুল ইসলাম শামীম ও শামীম কাউছারসহ এনসিপির উপজেলা বিভিন্ন নেতৃবৃন্দ।   
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
সকালে ঢাকায় পৌঁছাবেন জুবাইদা রহমান
খালেদা জিয়ার সঙ্গে যাবেন ১৪ জন
ইসলামের বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: খালিদ হোসেন
বুড়িচংয়ে প্রবাসীরস্ত্রীর লাশ উদ্ধার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
খালেদা জিয়া কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি
খালেদা জিয়ার সুস্থতা কামনা চৌদ্দগ্রামে জাতীয় পার্টির উদ্যোগে মিলাদ ও দোয়া
জাতীয় নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে রিট
‘ফলস স্মাটে’ কৃষকের সর্বনাশ
‘কুমিল্লা জিলা স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন’ -এর কাছে কিছু প্রত্যাশা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২