জাতীয়
নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ
বলেছেন, অর্থের চাইতে আপনাদের আস্থা–বিশ্বাস আমার কাছে অনেক বড়।৫ আগস্টের
পর দুর্নীতি করে হাজার কোটি টাকা কামাই করার সুযোগ ছিল। ইচ্ছা করলেই কামাই
করতে পারতাম। হাজার কোটি টাকা কামিয়ে বিদেশে চলে যেতে পারতাম। কিন্তু দেশ ও
জাতির প্রতি দায়বদ্ধতা এবং বিবেকের তাড়নায় এসব দিকে তাকাইনি। আমার কাছে
অর্থের চেয়ে দেশপ্রেম বড়।
শনিবার (৬ ডিসেম্বর) সকাল থেকে দিনব্যাপী
দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের চুলহাস, গাংচর, চাটলী, রাজামেহার
হাজীপাড়া ও মোল্লাবাড়িসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা
বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, “আগামী নির্বাচনে শাপলা কলিতে ভোট দিয়ে
আমার ওপর আস্থা ও বিশ্বাস রেখে দেখুন। আমি আপনাদের কথা দিচ্ছি—কখনো
দুর্নীতি করব না, আপনাদের সঙ্গে প্রতারণা করব না, আপনাদের ভোটের অবমূল্যায়ন
করব না।”
তিনি আরও বলেন, “হাসিনা রাস্তায় গুলি করে যখন মানুষ মারছিল,
তখন আপনারা আমাদের জন্য জায়নামাজে বসে দোয়া করেছেন। তাই অস্ত্র ছাড়াই
ফ্যাসিবাদকে বিদায় করতে পেরেছি। হাসিনার বিরুদ্ধে তরুণরাই জেগে উঠেছিল, আর
পিছনে ছিলেন বাপ–চাচারা। এবারের নির্বাচনে শাপলা কলির পক্ষে প্রথমে তরুণরা
এগিয়ে এসেছে, এর পর মা–চাচিরা এসেছেন, কিছুদিন পর বাবা–চাচারাও আসবেন।”
এসময়
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা এনসিপির সার্চ কমিটির সদস্য
জাহাঙ্গীর আলম, সাইফুল ইসলাম শামিম, উপজেলা ছাত্রশক্তির মেহেদী হাসান,
তানজিম হাসান মেহেদী প্রমুখ।
গণসংযোগ শেষে তিনি বিকেলে উপজেলার সুবিল
ইউনিয়নের ওয়াহেদপুরে এক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন।
