সোমবার ৮ ডিসেম্বর ২০২৫
২৪ অগ্রহায়ণ ১৪৩২
চান্দিনা পৌরসভার জন্ম নিবন্ধনে ২০ লাখ টাকা বকেয়া কর্মচারীদের যোগসাজশে এই অর্থ আত্মসাতের অভিযোগ
প্রায়ই বন্ধ থাকে সার্ভার, ভোগান্তিতে সেবা গ্রহীতারা
রণবীর ঘোষ কিংকর।
প্রকাশ: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ১২:১৮ এএম আপডেট: ০৮.১২.২০২৫ ১:১৫ এএম |

 চান্দিনা পৌরসভার জন্ম নিবন্ধনে ২০ লাখ টাকা বকেয়া কর্মচারীদের যোগসাজশে এই অর্থ আত্মসাতের অভিযোগ

কুমিল্লার চান্দিনা পৌরসভার জন্ম নিবন্ধন বিভাগে দীর্ঘদিন ধরে অনিয়ম ও অব্যবস্থাপনা চরমে পৌঁছেছে। শুরু থেকে এ পর্যন্ত নাগরিকদের জন্ম নিবন্ধন বাবদ আদায়কৃত ২০ লক্ষাধিক টাকা সরকারি হিসেবে জমা হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে। পৌরসভার সংশ্লিষ্ট ব্যক্তি ও কর্মচারীদের যোগসাজশে এই অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে।
জানা যায়, ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত চান্দিনা পৌরসভায় ২০০৬ সাল থেকে হাতে লেখা জন্মনিবন্ধন কার্যক্রম শুরু হয়। ডিজিটাল বাংলাদেশের অংশ হিসেবে ২০১২ সালের শেষ দিক থেকে জন্ম নিবন্ধন অনলাইন কার্যক্রম শুরু হয়। 
জন্মনিবন্ধন বিধি অনুযায়ী, ০ থেকে ৪৫ দিন পর্যন্ত বিনা পয়সায়, ৫ বছরের নিচে শিশুর জন্ম নিবন্ধনের সরকারি ফি ২৫ টাকা ও ৫ বছরের বেশি বয়সের ক্ষেত্রে ফি ৫০ টাকা নির্ধারিত। কিন্তু বাস্তবে সেবা গ্রহীতাদের কাছ থেকে এর চেয়ে বহুগুণ বেশি টাকা আদায় করা হলেও নূন্যতম সেই ফি সরকারি অ্যাকাউন্টে জমা রাখা হয়নি। অভিযোগ রয়েছে পৌরসভার সচিব থেকে শুরু করে জন্মনিবন্ধন কাজে নিয়োজিত কিছু অসাধু কর্মচারী ওই অর্থ ভাগ-বাটোয়ারা করে আত্মসাৎ করে আসছেন।
২০০৬ সাল থেকে হাতে লেখা জন্মনিবন্ধন ফি ২৫-৫০ টাকার স্থলে কমপক্ষে একশ এবং সর্বোচ্চ পাঁচশ টাকা পর্যন্ত আদায় করেছে সংশ্লিষ্ট কাজে নিয়োজিতরা। সেই মোতাবেক বর্তমান পর্যন্ত জন্মনিবন্ধন বাবদ আদায় করা কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে সংশ্লিষ্টরা। 
এদিকে জন্মনিবন্ধন সেবার সার্ভার প্রায়ই অচল থাকায় সেবা নিতে এসে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। দিনের পর দিন পৌরসভায় ঘুরে ঘুরেও কাঙ্খিত সেবা পাচ্ছেন না অনেক আবেদনকারী।
সেবা গ্রহীতারা জানান, সার্ভার সমস্যা ও অতিরিক্ত টাকা আদায়ের কারণে তারা চরম হয়রানির শিকার হচ্ছেন। কেউ কেউ দাবি করছেন, ২৫ বা ৫০ টাকার পরিবর্তে ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত দিতে হয়েছে। তবুও সময় মতো সেবা মিলছে না।
নাম প্রকাশ না করা শর্তে পৌরসভার একাধিক কর্মচারী বলেন- ২০১৩ সাল থেকে চান্দিনা পৌরসভার কাছে জন্মনিবন্ধন অনলাইন ফি বাবদ জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্টার জেনারেলের কার্যালয় ২৮ লাখ টাকা পাওনা হয়। কয়েক দফায় প্রায় ৮ লাখ টাকা পরিশোধ করলেও এখনও প্রায় ২০ লাখ টাকা বাকি। ওই বকেয়া পরিশোধ করতে না পারায় আমাদের চান্দিনা পৌরসভা থেকে বদলী হওয়া পৌর নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ আলী’র আইডি এখনও ব্যবহার করা হচ্ছে। টাকা পরিশোধ না করা হলে ওই আইডিও পরিবর্তন করা যাচ্ছে না। 
চান্দিনা পৌরসভার ৫নং ওয়ার্ডের বাসিন্দা মো. জাকির হোসেন জানান- ২০১৩ সাল থেকে ২৫ থেকে ৫০ টাকার হিসেবে যদি রেজিস্টার জেনারেলের কার্যালয় ২০ লাখ টাকা পাওনা হয় তাহলে ২০০৬ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত গ্রাহকদের কাছ থেকে সর্বনিম্ন ১শ থেকে সর্বোচ্চ ৫শ টাকা পর্যন্ত যে টাকা আদায় করা হয়েছে তাতে কত কোটি টাকা আত্মসাৎ হয়েছে?  
স্থানীয় নাগরিকদের দাবি অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হোক এবং জন্ম নিবন্ধন সেবা স্বচ্ছ ও জবাবদিহিমূলক করা হোক।
চান্দিনা পৌরসভার জন্মনিবন্ধন কাজে নিয়োজিত টিকাদান সুপার ভাইজার মো. আব্দুল ওয়াদুদ জানান- জন্মনিবন্ধনের মাসিক টার্গেট পূরণ জন্য মেয়রগণ বিনামূল্যে অনেক জন্মনিবন্ধন করেছে। ২০২২ সাল থেকে বকেয়াটা আরও বৃদ্ধি পায়। এখানে আমি বা আমার দপ্তর কোন টাকা আত্মসাৎ করেনি।
এ ব্যাপারে পৌর প্রশাসক ও চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক জানান- পৌরসভা থেকে জন্মনিবন্ধন বিনা মূল্যে দেয়া হয়না, তাহলে কেন বকেয়া থাকবে সেটা আমারও প্রশ্ন। বিষয়টি আমি জানার পর কোন অর্থ বছর কত টাকা বকেয়া সেই হিসাব চেয়ে মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে। সেখান থেকে উত্তর আসার পর তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে বকেয়ার কারণে সার্ভার বন্ধ থাকার বিষয়টি সঠিক না। মূলত সার্ভার জটিলতায় মাঝে মধ্যে বন্ধ থাকে। 
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
৮ ডিসেম্বর মুক্ত হয় কুমিল্লা রাস্তায় নামে জনতার ঢল
সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনে কমিশন প্রস্তুত
৮-১৫ডিসেম্বরের মধ্যে যেকোন দিনতফসিল
তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে পোস্টারনা সরালে ব্যবস্থা
তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কুবির সমঝোতা স্মারক চুক্তি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জীবনের বাকি সময়টা নেতাকর্মীদের সঙ্গেই থাকতে চাই-হাজী ইয়াছিন
হৃদয়বান মানুষ হতে বই পড়ার বিকল্প নেই : ড. নেয়ামত উল্লাহ ভূঁইয়া
অর্থের চাইতে মানুষের আস্থা আমার কাছে অনেক বড় : হাসনাত আব্দুল্লাহ
খালেদা জিয়ার সুস্থতা কামনায় মুরাদনগরে কায়কোবাদের ৫০০ বার কুরআন খতম
ইস্টার্ন মেডিকেল কলেজ কুমিল্লায় বেগম খালেদা জিয়াররোগ মুক্তিতে কোরআন খতম ও দোয়া
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২