গতকাল
বাংলাদেশ জাতীয় হাফেজ কল্যাণ সমিতির ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে
"জাতীয় হাফেজ সম্মেলন" কুমিল্লা কান্দিরপাড়স্থ ভিক্টোরিয়া সরকারি কলেজ
মিলনায়তানে অনুষ্ঠিত হয়। এতে ৩ জন শ্রেষ্ট হাফেজ ১জন শ্রেষ্ট হিফজ খানা
প্রধান শিক্ষক ১জন অধিক হাফেজ সন্তানের পিতা ও ৪০০ জন ছাত্র ছাত্রির বৃত্তি
প্রদান করেন। এতে উপস্থিত ছিলেন বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য মনিরুল হক
চৌধুরী। কুমিল্লা মহানগর (এনসিপির) প্রধান সমন্বয়ক জনাব সিরাজুল হক। শানে
সাহাবা খতিব ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান, হযরত মাওলানা 'শামীম
মজুমদার' সাহেব। বাবু সালাম জামিয়া জমিরীয়া কুমিল্লা-র সম্মানিত মুহতামিম
হযরত মাওলানা 'ইলিয়াস সিদ্দিকী' জমিরী সাহেব।
মাও আবদুল্লাহ আল মামুন মোস্তফী এছাড়া উক্ত সংগঠনের কেন্দ্রীয় সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন:
১. হাফেজ মাওলানা ইয়াছিন নূরী (সভাপতি)
২. হাফেজ মাও. আবুল বাশার (সহ-সভাপতি)
৩. হাফেজ মাও. আব্দুস সালাম শরাফতী (সহ-সভাপতি)
৪. হাফেজ মাও. নুরুল হক সিরাজী (সহ-সভাপতি)
৫. হাফেজ আব্দুস সালাম সরকার (সহ-সভাপতি)
৬. হাফেজ মো. হুমায়ুন কবির পাহাড়পুরী (সাধারণ সম্পাদক)
৭. হাফেজ মাওঃ নাসির উদ্দিন খন্দকার (সহ-সাধারণ সম্পাদক)
৮. হাফেজ মাও.শাহাদাত হোসাইন (সহ-সাধারণ সম্পাদক)
৯. হাফেজ মাও. ইজহারুল হক সিরাজী (কোষাধ্যক্ষ)
১০. হাফেজ মাও. আশ্রাফ বিন হেলাল (দপ্তর সম্পাদক)
১১. হাফেজ মাও. মুহসিন উদ্দিন বেলালী (সাংগঠনিক সম্পাদক)
১২. হাফেজ মাও. মাহদী হাসান (সহ-সাংগঠনিক সম্পাদক)
১৩. হাফেজ মাও. আ.ছালাম আইয়ূবী (শিক্ষা সম্পাদক)
১৪. হাফেজ আরিফ হাসান (সহ-শিক্ষা সম্পাদক)
১৫. হাফেজ মাও. মুফতি সালমান (সাহিত্য সম্পাদক)
১৬. হাফেজ ইব্রাহিম সাইফী (সাংস্কৃতিক সম্পাদক)
১৭.হাফেজ সৈয়দ ওমর ফারুক পাহাড়পুড়ী (সহ-সাংস্কৃতিক সম্পাদক)
১৮. হাফেজ জামাল উদ্দিন (প্রচার সম্পাদক)
১৯. হাফেজ মাও. হাছিবুজ্জামান (সহ-প্রচার সম্পাদক)
২০. হাফেজ মাও. ইমাম হোসেন হামিদী (সমাজ কল্যাণ সম্পাদক)
২১. হাফেজ মাও. এনায়েত উল্লাহ (সদস্য)
২২. হাফেজ মাওঃ রাশেদুল ইসলাম (সদস্য)
২৩. হাফেজ ইসমাঈল বিন হোসেন (সদস্য)
২৪. হাফেজ সাইফুল ইসলাম (সদস্য)
২৫. হাফেজ মাও. শেখ ফরিদ (সদস্য)
