শনিবার ৬ ডিসেম্বর ২০২৫
২২ অগ্রহায়ণ ১৪৩২
ধানের শীষ নিয়েই নির্বাচনের ঘোষণা হাজী ইয়াছিনের
প্রকাশ: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ১২:০৩ এএম আপডেট: ০৬.১২.২০২৫ ১২:৫৭ এএম |


ধানের শীষ নিয়েই নির্বাচনের ঘোষণা হাজী ইয়াছিনেরনিজস্ব প্রতিবেদক: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৬ সদর আসনে ধানের শীষ প্রতীক নিয়েই নির্বাচন করার ঘোষণা দিয়েছে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হাজী আমিন-উর রশিদ ইয়াছিন। শুক্রবার বিকেলে কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালিরবাজারে এ পথ সভায় তিনি এ ঘোষণা দেন। 
পথ সভায় উপস্থিত জনগণের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ধানের শীষ প্রতীক নিয়েই নির্বাচন করবো কুমিল্লা-৬ সদর আসনে। আপনাদের সহযোগিতা চাই। জনগণ যা চাইলে, তারেক রহমানও তাই চাইবেন।
হাজী ইয়াছিন বলেন, দল থেকে যে প্রাথমিক মনোনয়ন দিয়েছে, এটি চূড়ান্ত নয়। এটি শুধু প্রাথমিক সিলেকশন। চূড়ান্ত খেলা আপনারাই খেলবেন। আপনাদের সিদ্ধান্তই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
কালিরবাজার ইউনিয়নবাসীর উদ্দেশ্যে তিনি আরও বলেন, আপনাদের মনের কথা আমি জানি। বিগত ১৭ বছর ধরে আপনারা মাঠে আছেন, পাশে আছেন। এখন ভোটের সময় এসে কেন প্যাঁচ লাগছে, সেটাও বুঝি। ইনশাআল্লাহ, এই প্যাঁচ খুলে যাবে। আপনারা নিজেরাই বলুন, ১৭ বছর আমি আপনাদের পাশে ছিলাম কি না? মামলা-হামলা, জুলুম-নির্যাতনের সময় আমি আপনাদের পাশে ছিলাম কি না? আপনারাও কি আমার পাশে ছিলেন না? আমরা কি দলের পাশে ছিলাম না? কোনো জুলুম-নির্যাতনই আমাদের আন্দোলন-সংগ্রাম থেকে ফিরিয়ে রাখতে পারেনি।
তিনি বলেন, আপনারা কী চান, আমরা কী চাই, দল কী চায়! জাতীয়তাবাদী দল বিএনপি গণতান্ত্রিক দল, এখানে জনগণ যা বলবে তাই হবে। আপনারা কি চান আমি নির্বাচন করি? আমি কি ধানের শীষ নিয়ে নির্বাচন করি? আপনারা চাইলে আমি ধানের শীষ প্রতীককেই নির্বাচন করবো ইনশাআল্লাহ। 
কালিবাজার পথ সভায় এসময় উপস্থিত ছিলেন, কালিরবাজার দক্ষিণ ইউনিয়নের সভাপতি মোঃ আলী হোসেন, সাধারণ সম্পাদক জাকির হোসেন, কালিরবাজার উত্তর ইউনিয়নের সভাপতি প্রফেসর ফরহাদ, সাধারণ সম্পাদক কাউছার আহমেদ ভূইয়াসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এদিকে এদিন পথ সভা শেষে বাদ মাগরিব হাজী আমিন উর রশিদ ইয়াছিন বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায়কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালিরবাজার জামে মসজিদে দোয়া অনুষ্ঠানে অংশ নেন। 
এর আগে শুক্রবার দেশনেত্রীর রোগ মুক্তি কামনায় কুমিল্লা নগরীর কান্দিরপাড় জামে মসজিদে দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ইয়াছিন বলেন, কুমিল্লাবাসীসহ দেশের ১৮ কোটি মানুষ দেশনেত্রীর জন্য দোয়া করছেন। আমরা সবাই আল্লাহর দরবারে প্রার্থনা করি। যেন দ্রুত দেশনেত্রীকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। এটাই কোটি মানুষের চাওয়া।
বিভিন্ন স্থানে দোয়া ও পথ সভায় হাজী আমিন উর রশিদ ইয়াছিনের সাথে উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ এস এ বারী সেলিম, কুমিল্লা মহানগর বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক শহীদুল্লাহ রতন, আতাউর রহমান ছুটি, মাহাবুবর রহমান দুলাল, মহানগর বিএনপির সাবেক সদস্য মুজিবুর রহমান কামাল, সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ূম, সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, জেলা যুবদলের আহবায়ক আনোয়ার হোসেন, মহানগর বিএনপি নেতা মনির হোসেন পারভেজ, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ ওমর ফারুক, কুমিল্লা মহানগর যুবদলের সদস্য সচিব রোমান হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মেরাজ, কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিরুল পাসা সিদ্দিকী রাকিব, জেলা যুবদলের সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু, সিনিয়র যুগ্ন আহ্বায়ক খলিলুর রহমান বিপ্লব,জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন,মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এ কে এম শাহেদ পান্না,সিনিয়র যুগ্ন আহ্বায়ক মহরম, কুমিল্লা মহানগর কৃষকদলের আহবায়ক কাজী শাহিনুর,সদস্য সচিব ইকরাম হোসেন তাজ, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন, যুবদল নেতা মনছুর নিজামী, মশিউর রহমান সজিব, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি নুরুল আলম চৌধুরী নোমান, কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি নাহিদ রানা, জেলা ছাত্রদলের সভাপতি কাজী জোবায়ের আলম জিলানী, সাধারণ সম্পাদক ইমদাদুল হক ধীমান, সাংগঠনিক সম্পাদক সাংগঠনিক সম্পাদক শাহাদাৎ হোসেন রবিন, মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেনসহ অন্যরা।
উল্লেখ্য, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় হাজী ইয়াছিনের উদ্যোগে টানা নয় দিন ধরে চলা ধারাবহিক বিশেষ প্রার্থনা, কুরআন খতম, খাবার বিতরণ ও সদকার কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার কুমিল্লা-০৬ নির্বাচনী এলাকার প্রতিটি উপজেলা ইউনিয়ন ওয়ার্ড ও পাড়া মহল্লা ভিত্তিক দোয়ার আয়োজন করা হয়।



















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ধানের শীষ নিয়েই নির্বাচনের ঘোষণা হাজী ইয়াছিনের
খালেদা জিয়াকে লন্ডনে নিতে আসছে জার্মানির এয়ার অ্যাম্বুলেন্স
কুমিল্লায় মক্কা হসপিটালের শুভ উদ্বোধন
মনিরুল হক চৌধুরীর উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল
চাঁদাবাজি লুটপাট বন্ধ করতে দাড়িপাল্লায় ভোট দিন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
মনোনয়নের খবর শুনে উচ্ছ্বাস, স্ট্রোক করে বিএনপি সমর্থকের মৃত্যু
পোস্টারের দখলে দাউদকান্দির মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ
উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
কুমিল্লায় ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে খালে, গোসল করতে থাকা ৩ নারী নিহত
আরো ৩৬ আসনে বিএনপির মনোনয়ন যারা পেলেন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২