শনিবার ৬ ডিসেম্বর ২০২৫
২২ অগ্রহায়ণ ১৪৩২
কুমিল্লায় মক্কা হসপিটালের শুভ উদ্বোধন
প্রকাশ: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ১২:২৪ এএম আপডেট: ০৬.১২.২০২৫ ১২:৫৬ এএম |


 কুমিল্লায় মক্কা হসপিটালের  শুভ উদ্বোধনস্টাফ রিপোর্টার।। কুমিল্লায় আধুনিক চিকিৎসাসেবার নতুন দিগন্ত হিসেবে সর্বাধুনিক প্রযুক্তি ও দক্ষ কনসালটেন্টদের সমন্বয়ে ২৪ ঘণ্টা স্বাস্থ্যসেবা প্রদানের অঙ্গীকার নিয়ে মক্কা হসপিটালের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। 
শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ১১টায় কুমিল্লা নগরীর ঝাউতলা এলাকায় অত্যাধুনিক এই হাসপাতালটির উদ্বোধন করেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও চিকিৎসক সমাজ।
অনুষ্ঠানে কুমিল্লা মক্কা হসপিটাল পিএলসি’র চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসাইনের সভাপতিত্বে এবং ব্যবস্থাপনা পরিচালক মো. শাহরিয়ার মামুনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বার্ডের অবসরপ্রাপ্ত অতিরিক্ত মহাপরিচালক ড. শফিকুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, কুমিল্লায় মানসম্মত ও নির্ভরযোগ্য চিকিৎসাসেবার প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছে। এমন সময়ে আধুনিক প্রযুক্তি-সজ্জিত এই হাসপাতাল স্বাস্থ্যসেবায় নতুন মাইলফলক হিসেবে কাজ করবে। মানবিক সেবা, স্বচ্ছ ব্যবস্থাপনা ও অভিজ্ঞ চিকিৎসক দল জনগণের আস্থা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশা প্রকাশ করেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, মক্কা হসপিটালে রয়েছে আধুনিক অপারেশন থিয়েটার, ২৪ ঘণ্টা জরুরি সেবা, উন্নত ডায়াগনস্টিক সুবিধা, বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ এবং আরামদায়ক কেবিন ব্যবস্থা। উদ্বোধনের দিনেই হাসপাতালের বিভিন্ন বিভাগে রোগীর উপস্থিতি লক্ষ্য করা যায়।
কর্তৃপক্ষ জানান, সাশ্রয়ী মূল্যে সর্বোচ্চ মানের চিকিৎসা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য। কুমিল্লাবাসীর স্বাস্থ্যসেবায় মক্কা হসপিটাল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের অধ্যাপক ও বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ মোজাহিদুল ইসলাম। 
এসময় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা মক্কা হসপিটাল পিএলসি’র সিইও মো. গোলাম কিবরিয়া সুমন, ভাইস চেয়ারম্যান মো. নুরুল আমিন, মো. কুদ্দুছুর রহমান, ডিএমডি মো. মিজানুর রহমান, অর্থপরিচালক মো. আবু ইউসুফ সুমনসহ সংশ্লিষ্ট পরিচালকগণ।অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মো. হেফজুর রহমান।
অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, শিক্ষক, সুধী সমাজ, হাসপাতালের চিকিৎসক ও কর্মীরা উপস্থিত ছিলেন।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ধানের শীষ নিয়েই নির্বাচনের ঘোষণা হাজী ইয়াছিনের
খালেদা জিয়াকে লন্ডনে নিতে আসছে জার্মানির এয়ার অ্যাম্বুলেন্স
কুমিল্লায় মক্কা হসপিটালের শুভ উদ্বোধন
মনিরুল হক চৌধুরীর উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল
চাঁদাবাজি লুটপাট বন্ধ করতে দাড়িপাল্লায় ভোট দিন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
মনোনয়নের খবর শুনে উচ্ছ্বাস, স্ট্রোক করে বিএনপি সমর্থকের মৃত্যু
পোস্টারের দখলে দাউদকান্দির মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ
উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
কুমিল্লায় ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে খালে, গোসল করতে থাকা ৩ নারী নিহত
আরো ৩৬ আসনে বিএনপির মনোনয়ন যারা পেলেন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২