কুমিল্লা
তানযীমুল উম্মাহ দাখিল মাদ্রাসার উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বৃত্তি ও
হিফ্জ সমাপনী শিক্ষার্থীদের পাগড়ি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার
সকাল ১০টায় ফানটাউন অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
প্রতিষ্ঠানের চেয়ারম্যান আলহাজ্ব নুর উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে প্রধান
অতিথি ছিলেন তামিরুল উম্মাহ ট্রাস্ট কুমিল্লার চেয়ারম্যান কাজী দ্বীন
মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা
বোর্ড, ঢাকার উপ-পরিচালক অধ্যাপক শরিফ মো. ইউনুছ। এছাড়াও বক্তব্য রাখেন
তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা (টঙ্গী) শাখার অধ্যক্ষ ড. হিফজুর রহমান,
কর্ণফুলী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মজিবুর রহমান ভূঁইয়া, ইবনে তাইমিয়া
স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. শফিকুল আলম হেলালসহ মাদ্রাসা পরিচালনা
কমিটির বিভিন্ন পদাধিকারী।
আরো উপস্থিত ছিলেন পরিচালনা পরিষদের সদস্য
মু. কামারুজ্জামান সোহেল, আব্দুল আউয়াল সিদ্দিকি, মাওলানা মফিজুর রহমান,
মাওলানা আব্দুল হাই এবং প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাওলানা আলমগীর হোসেন ভুইঁয়া।
অনুষ্ঠানে বক্তব্য দেন ইমাম ও খতিব হাফেজ মাজারুল ইসলাম এবং হাফেজ মাওলানা
জিয়া উদ্দিন।
অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ডা. ইফতেখার হোসেন
রিফাত এবং রাশেদুল হক খান। শিক্ষার্থীদের মধ্যে আরবি ভাষায় বক্তব্য রাখে
ষষ্ঠ শ্রেণির কাজী মাঈনউদ্দিন ও নবম শ্রেণির সামিউল খালেক। ইংরেজিতে
বক্তব্য প্রদান করে নবম শ্রেণির তোফায়েল আহমেদ এবং অষ্টম শ্রেণির মিনহা
মেহনাজ।
অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয় এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘটেটে।
