ইসলামি
আদর্শ, আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর গবেষণা ভিত্তিক আধুনিক শিক্ষার
সমন্বয়ে কুমিল্লার লালমাইয়ে গড়ে উঠেছে ইউনাইটেড ইসলামিক স্কুল এন্ড
মাদ্রাসা।
শনিবার (৬ ডিসেম্বর) সকাল ১১টায় লালমাই উপজেলার পুরাতন থানা
ভবন সংলগ্ন ফতেপুর এলাকায় এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানটি উদ্বোধনী
অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে।
ইউনাইটেড ইসলামিক
স্কুল এন্ড মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি মুফতি এহতেশামুল হকের
সভাপতিত্ব উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন লালমাই থানার
সদ্য বিদায়ী অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি
বলেন, সন্তানদের মোবাইল ব্যবহারে সংযম আনতে হবে। তারা অনলাইনে বিভিন্ন
ক্লাস করে, গুরুত্বপূর্ণ কাজও সম্পন্ন করে এটি অবশ্যই প্রয়োজনীয়। তবে খেয়াল
রাখতে হবে, যেন তারা অনলাইনে কোনো অনৈতিক বা অনাকাঙ্ক্ষিত কাজে জড়িয়ে না
পড়ে। ছোট ছোট ভুল থেকেই বড় ভুলের সৃষ্টি হতে পারে। তাই অভিভাবকদের সচেতনতা ও
সঠিক দিকনির্দেশনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিশেষ অতিথির বক্তব্যে
কুমিল্লা-১০ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত এমপি প্রার্থী মুফতি
শামছুদ্দোহা আশরাফী বলেন, শিক্ষার সঠিক মূল্যায়ন করতে হবে। মাদরাসা
শিক্ষাকে অর্থ দিয়ে মূল্যায়নের চেষ্টা কখনোই সঠিক নয়। রিজিকের ব্যবস্থা
আল্লাহ তায়ালাই করে থাকেন এ বিশ্বাস আমাদের অটুট রাখতে হবে। আর আট দলীয় জোট
থেকে যদি আমার নাম ঘোষণা করা হয়, তবে আপনারা বিষয়টি বিচারবিশ্লেষণ করে
আমাকে সমর্থন দেবেন বলে প্রত্যাশা করছি।
ইউনাইটেড ইসলামিক স্কুল এন্ড
মাদ্রাসার পরিচালনা পর্ষদের কোষাধ্যক্ষ রোটা. মোহাম্মদ উল্লাহ তালুকদারের
সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন লালমাই উপজেলা জামায়াতে
ইসলামীর সেক্রেটারি মাওলানা ইমাম হোসাইন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন
কুমিল্লা জেলা শাখার যুগ্ম আহবায়ক কবির হোসেন রোমান, মাদ্রাসার প্রিন্সিপাল
মাওলানা মনির হোসাইন, প্রভাষক মো. শাহাদাত হুসাইন, মাওলানা আতিকুর রহমান
আশরাফী।
প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানান, প্লে থেকে ১০ম শ্রেণি পর্যন্ত
ভর্তি প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। আধুনিক সফটওয়্যারের মাধ্যমে একাডেমিক
কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে যার ফলে প্রতিদিনের ক্লাস,
উপস্থিতি, অভিভাবক যোগাযোগ, একাডেমিক রিপোর্ট ও ফলাফল ব্যবস্থাপনা হবে আরও
সহজ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর।
উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই ছোট
শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোমুগ্ধকর উপস্থাপনা। শিক্ষার্থীরা
পবিত্র কোরআন তেলাওয়াত, হামদ-নাত ও গজল, নাটিকা পরিবেশন করে অনুষ্ঠানের
পরিবেশকে আরও প্রাণময় করে তোলে। পরবর্তী সময়ে প্রতিষ্ঠানের থিম সং, ইংরেজি
আরবি ভাষায় কথোপকথন, বিজ্ঞানাগারের প্রেজেন্টেশন পরিবেশন করলে উপস্থিত
অভিভাবক, অতিথি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রশংসা জানান।
নতুন এই দ্বীনি
শিক্ষাপ্রতিষ্ঠানের যাত্রা ঘিরে উৎসবমুখর পরিবেশে হাফেজ মাওলানা আতাহার
আলীর দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ হয় উদ্বোধনী অনুষ্ঠান।
