আগামী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে
গণসংযোগ শুরু করেছেন বাংলাদেশ রিপাবলিকান পার্টির মনোনীত প্রার্থী পীরজাদা
মাওলানা এমদাদুল হক। শনিবার দুপুরে ধামঘর ইউনিয়নের ঐতিহ্যবাহী খুরুইল
বুটিয়াকান্দি দরবার শরীফে স্থানীয় সাংবাদিকদের সাথে এক গুরুত্বপূর্ণ
মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এই সভার মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে তার
নির্বাচনী ইশতেহার ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা স্থানীয় গণমাধ্যমের সামনে তুলে
ধরেন।
মতবিনিময় সভায় পীরজাদা মাওলানা এমদাদুল হক সাংবাদিকদের জানান,
তিনি মুরাদনগর আসন থেকে তার দল বাংলাদেশ রিপাবলিকান পার্টির ‘হাতি’ প্রতীকে
প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি জোর দিয়ে বলেন, নির্বাচিত হতে পারলে
মুরাদনগরকে একটি আদর্শ, দুর্নীতিমুক্ত ও সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তোলাই হবে
তার প্রধান লক্ষ্য। তিনি তার নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরে বলেন,
সন্ত্রাস ও মাদক নির্মূল, দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান, ঘরে ঘরে গ্যাস
সংযোগ নিশ্চিতকরণ ও সু-শাসন প্রতিষ্ঠা ও সম্প্রীতি রক্ষার বিষয়ে 'যুদ্ধ
ঘোষণা করা হবে।
পীরজাদা মাওলানা এমদাদুল হক তার রাজনৈতিক ও পারিবারিক
পটভূমি সম্পর্কেও আলোকপাত করেন। তিনি প্রখ্যাত পীরে কামেল মাওলানা আব্দুল
আজিজের নাতি। বর্তমানে তিনি বাংলাদেশ রিপাবলিকান পার্টির কেন্দ্রীয় কমিটির
সাংগঠনিক সম্পাদক এবং দলটির চট্টগ্রাম বিভাগীয় মনোনয়ন বোর্ডের সভাপতির মতো
গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন। তিনি আশা প্রকাশ করেন, মুরাদনগরবাসী
তার সততা, নিষ্ঠা এবং জনকল্যাণের প্রতি তার অঙ্গীকার বিবেচনা করে ‘হাতি’
প্রতীকে ভোট দিয়ে তাকে জয়ী করবেন।
মতবিনিময় সভায় সাংবাদিকদের পাশাপাশি
বাংলাদেশ রিপাবলিকান পার্টির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদের মধ্যে বাংলাদেশ
রিপাবলিকান পার্টির নেতা শহিদুল ইসলাম, আসলাম হোসেন, আতিকুর রহমান ও
নাজমুল হাসান প্রমুখ। নেতৃবৃন্দ প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করে
যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং মুরাদনগরবাসীর প্রতি পীরজাদা মাওলানা
এমদাদুল হকের পাশে থাকার আহ্বান জানান।
