রোববার ৭ ডিসেম্বর ২০২৫
২৩ অগ্রহায়ণ ১৪৩২
ন্যাশনাল প্রফেশনালস অ্যালায়েন্স (এনপিএ) এর আত্মপ্রকাশ আহবায়ক নাভিদ নওরোজ, সদস্য সচিব তৌহিদ হোসেন
প্রকাশ: রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ১২:১৮ এএম |



গতকাল বিকালে বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে আয়োজিত হয়েছে “ন্যাশনাল প্রফেশনাল অ্যালায়েন্স (এনপিএ)” এর আত্মপ্রকাশ অনুষ্ঠান। এটি একটি নতুন জাতীয় প্ল্যাটফর্ম যা বাংলাদেশের চাকরিজীবী, উদ্যোক্তা, স্বাধীন পেশায় নিয়োজিত কর্মজীবী নাগরিকদের ক্ষমতায়ন ও অধিকার রক্ষার লক্ষ্যে কাজ করবে।
জনাব আখতার হোসেন, ন্যাশনাল সিটিজেন্স পার্টি (এনসিপি)-এর সদস্য সচিব ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম অগ্রনায়ক, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং আনুষ্ঠানিকভাবে সংগঠনের আত্মপ্রকাশ ঘোষণা করেন। তিনি তার বক্তব্যে মর্যাদা, ন্যায্যতা এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করে একটি ন্যায়ভিত্তিক, অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যবিহীন পেশাগত পরিবেশ প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে এনসিপির পক্ষ থেকে আরও বক্তব্য রাখেন জনাব নাসিরউদ্দীন পাটওয়ারী, ডা: তাসনিম জারা এবং কেন্দ্রীয় সদস্যগণ। অতিথিদের এবি পার্টির পেশাজীবী সংগঠনের সদস্য সচিব মাহবুব শামীম এবং ইনোভিশন কনসাল্টিং এর ব্যবস্থাপনা পরিচালক রুবাইয়াত সারওয়ার এবং ন্যাশনাল প্রফেশনালস অ্যালায়েন্স (এনপিএ) তাদের লক্ষ্য, উদ্দেশ্য এবং ইশতেহার উপস্থাপন করে, যেখানে একটি কৌশলগত রোডম্যাপ তুলে ধরা হয় নিম্নোক্ত বিষয়ের ওপর ভিত্তি করে:
পেশাগত অধিকার ও কর্মপরিবেশের নিরাপত্তা অগ্রসর করা, ডিজিটাল ও প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি, ন্যায্য বেতন ও চাকরির সুরক্ষা নিশ্চিত করা, উদ্যোক্তা উন্নয়ন ও উদ্ভাবনের সুযোগ বিস্তৃত  করা, দেশীয় প্রশিক্ষণ ও বৈশ্বিক সুযোগ সৃষ্টি, সকল পেশাজীবীকে একত্রিত করে একটি জাতীয় প্ল্যাটফর্ম গঠন।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে আখতার হোসেন এই নতুন সংগঠনের আহবায়ক হিসেবে নাভিদ নওরোজ শাহ এবং সদস্য সচিব হিসেবে তৌহিদ হোসেন মজুমদার এর নাম ঘোষণা করেন। নাভিদ নওরোজ এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক এবং ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের ডেপুটি ডিরেক্টর। তৌহিদ হোসেন ওয়েস্ট অ্যাডভাইজারস নামে একটি সামাজিক ব্যবসা উন্নয়ন সংগঠনের ডিরেক্টর হিসেবে কর্মরত আছেন।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
হৃদয়বান মানুষ হতে বই পড়ার বিকল্প নেই : ড. নেয়ামত উল্লাহ ভূঁইয়া
জীবনের বাকি সময়টা নেতাকর্মীদের সঙ্গেই থাকতে চাই-হাজী ইয়াছিন
হাফেজ কল্যাণ সমিতির ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় হাফেজ সম্মেলন
অর্থের চাইতে মানুষের আস্থা আমার কাছে অনেক বড় : হাসনাত আব্দুল্লাহ
খালেদা জিয়ার সুস্থতা কামনায় মুরাদনগরে কায়কোবাদের ৫০০ বার কুরআন খতম
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ধানের শীষ নিয়েই নির্বাচনের ঘোষণা হাজী ইয়াছিনের
কুমিল্লায় মক্কা হসপিটালের শুভ উদ্বোধন
নোয়াখালী পদুয়া দায়রা শরীফের ওরছ আমাগী ১৪ থেকে ১৬ ডিসেম্বর
খালেদা জিয়াকে লন্ডনে নিতে আসছে জার্মানির এয়ার অ্যাম্বুলেন্স
চৌদ্দগ্রামে গণঅধিকারের এমপি প্রার্থীর বিরুদ্ধে পিতাকে মারধরের অভিযোগ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২