বৃহস্পতিবার ৪ ডিসেম্বর ২০২৫
২০ অগ্রহায়ণ ১৪৩২
রেকর্ডের পসরা সাজিয়ে কোহলির
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ১২:০৬ এএম |

রেকর্ডের পসরা  সাজিয়ে কোহলির
 ‘৮৪ তম’ সেঞ্চুরিজানসেনের অফস্টাম্পের ওপর সামান্য লেন্থের বল আলতো ব্যাটে লং অনের দিকে ঠেলে দিয়েই দৌড়। ততক্ষণে গ্যালারিজুড়ে কেবল একটাই শব্দ ভেসে আসছিল—কোহলি, কোহলি। অলিম্পিয়ানের মতো লাফিয়ে ওঠে সেঞ্চুরি উদযাপন করলেন কোহলি।
হেলমেট খুলে দর্শকদের অভিবাদনের জবাব দিলেন বাইশগজের রাজা। প্রথম ওয়ানডেতে যেখানে শেষ করেছিলেন, দ্বিতীয় ম্যাচে যেন সেখান থেকেই শুরুটা করলেন। টানা দ্বিতীয় ম্যাচে মাত্র ৯০ বলে শতক হাঁকালেন ভারতের তারকা এই ব্যাটার। আন্তর্জাতিক ক্রিকেটে সব মিলিয়ে ৮৪তম সেঞ্চুরি পূর্ণ করলেন কোহলি। অর্থাৎ শীর্ষে থাকা শচীন টেন্ডুলকারের থেকে এখনও ১৬ ধাপ পেছনে তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে মোট একশ’টি সেঞ্চুরি আছে শচীনের। তার মধ্যে টেস্ট ফরম্যাটে করেন ৫১টি। এতদিন পর্যন্ত ক্রিকেটের কোনো একটি ফরম্যাটে সবচেয়ে বেশি সেঞ্চুরির নজির ছিল লিটল মাস্টারের নামে। সেই রেকর্ড প্রথম ম্যাচে রাঁচিতেই ভেঙে দিয়েছিলেন কোহলি। আর আজ আরও এক কদম উঠলেন তিনি। জানসেনের বলে সিঙ্গেল রান নিয়ে ৫৩তম ওয়ানডে সেঞ্চুরি পূর্ণ করলেন তিনি।
এ নিয়ে টানা দু’বার সেঞ্চুরি হাঁকালেন ১১ বার। যা আরও একটা নজির। বিশ্বের আর কোনও ব্যাটারের এমন নজির নেই। তালিকায় দ্বিতীয় স্থানে সাবেক প্রোটিয়া তারকা এবি ডিভিলিয়ার্স। এ ছাড়া বিভিন্ন ভেন্যুতে সর্বাধিক ওয়ানডে সেঞ্চুরির (৩৪*) রেকর্ডও এখন তার নামে। তারপর রয়েছেন শচীন টেন্ডুলকার (৩৪), রোহিত শর্মা (২৬), হাশিম আমলা (২১) ও এবি ডিভিলিয়ার্স (২১)।
অবশ্য সেঞ্চুরির পর বেশিক্ষণ টিকতে পারেননি কোহলি। ১০২ রান করে এনগিডির বলে মার্করামের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে ফিরেছেন। প্রসঙ্গত, ঘরের মাঠে প্রোটিয়াদের কাছে টেস্টে হোয়াইটওয়াশের লজ্জায় পড়ার পর সাদা বলের ক্রিকেটে ঘুরে দাঁড়িয়েছে ভারত। প্রথম ম্যাচে ১৭ রানে জয়ের পর আজ সিরিজ জয়ের লক্ষ্যে টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নেমে স্বাগতিক দলের সংগ্রহ নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ৩৫৮ রান। কোহলি ছাড়াও শতকের দেখা পেয়েছেন দুই বছর পর জাতীয় দলে ফেরা রুতুরাজ গায়কোয়াড়। এ ছাড়া ৪৩ বলে ৬৬ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন অধিনায়ক কেএল রাহুল। প্রোটিয়া বোলারদের মধ্যে সর্বোচ্চ দুটি উইকেট শিকার করেছেন মার্কো জানসেন। 












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
আজ দেবিদ্বার মুক্ত দিবস
‘ফলস স্মাটে’ কৃষকের সর্বনাশ
খালেদা জিয়া কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি
জাতীয় নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে রিট
খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুমিল্লার বিভিন্ন এতিমখানায় হাজী ইয়াছিনের উদ্যোগে খাসি সাদকা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
আমি রাজমিস্ত্রির ছেলে এমপি ইলেকশন করছি এটাই তো বড় বিষয়: হাসনাত আব্দুল্লাহ
কুমিল্লার ১৮ থানার লটারির মাধ্যমে নতুন ওসির পদায়ন
কুমিল্লায় ১৬ বছরের কিশোর নিখোঁজ: খোঁজ দিতে পরিবারের আকুতি
মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতি স্থগিত
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ১ ও ৪ নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২