বিএনপি
চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু
কামনায় তাঁর উপদেষ্টা এবং কুমিল্লা-৬ (সদর) আসনে দলের মনোনয়নপ্রত্যাশী
হাজী আমিন উর রশিদ ইয়াছিনের পক্ষ থেকে বিভিন্ন এতিমখানায়১৬টি খাসি সাদকা
দেওয়া হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) সকাল ১১ টায় কুমিল্লার টাউন হল মাঠে এতিমখানার প্রতিনিধিদের হাতে আনুষ্ঠানিকভাবে সাদকার পশুগুলো তুলে দেওয়া হয়।
‘জানের
বদলে জান’ মানত সাদকা বিতরণের আগে দোয়া পরিচালনা করেন কুমিল্লা কান্দিরপাড়
মসজিদের ইমাম হযরত মাওলানা হাফেজ ক্বারী মোহাম্মদ ইব্রাহিম। তিনি বলেন,
“জানের বদলে জান-এই মানত পূরণের অংশ হিসেবেই বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা
আমিন উর রশিদ ইয়াছিন নগরীর বিভিন্ন এতিমখানায় ১৬টি খাসি সাদকা দিয়েছেন।
আল্লাহর দরবারে নেত্রীর সুস্থতার জন্য বিশেষ দোয়া করা হয়েছে।”
সাদকা
বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, প্রবীণ বিএনপি নেতা এস এ বারী সেলিম,
মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান ছুটি, কুমিল্লা দক্ষিণ
জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুব চৌধুরী, বিএনপি নেতা মজিবুর রহমান
কামাল, সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম, সাধারণ সম্পাদক সফিউল
আলম রায়হান, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, টাউন হলের সদস্য সচিব সাজ্জাদুল
কবীর সাজ্জাদ, যুবদলের যুগ্ম আহবায়ক সাজ্জাদ হোসেন, জেলা ছাত্রদলের
সাংগঠনিক সম্পাদক রবিন খানসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সদর
উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম বলেন, “সারাদেশের মানুষ আমাদের
নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করছেন। নেত্রী অসুস্থ হওয়ার
পর থেকে কুমিল্লা সদর আসনের প্রত্যেকটি এলাকায় বিএনপির চেয়ারপার্সনের
উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিনের উদ্যোগে দোয়া, কোরআনখানি, এতিমদের
মাঝে খাবার বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। সে ধারাবাহিকতায় আজকে
কুমিল্লার ১৬টি এতিমখানায় খাসি সাদকা দিয়েছেন। সারাদেশের মানুষ খালেদা
জিয়ার জন্য কান্না করছে। মানুষ চায় তিনি সুস্থ হয়ে দেশের সেবায় নিয়োজিত
হবেন।”
