বৃহস্পতিবার ৪ ডিসেম্বর ২০২৫
২০ অগ্রহায়ণ ১৪৩২
জাতীয় দলের সঙ্গেই থাকছেন সালাহউদ্দীন
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ১২:০৬ এএম |

জাতীয় দলের সঙ্গেই থাকছেন সালাহউদ্দীন
 বিশ্বকাপেও ব্যাটিং কোচ আশরাফুলআয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে জাতীয় দলের সহকারী কোচের দায়িত্ব ছাড়তে চেয়েছিলেন মোহাম্মদ সালাহউদ্দীন। তখন তিনি জানিয়েছিলেন, দায়িত্বটা উপভোগ করতে পারছেন না বলেই চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিসিবিতে একটি পদত্যাগপত্র পাঠিয়েছেন বলেও জানিয়েছিলেন সালাহউদ্দীন।
তবে তাঁর সেই পদত্যাগপত্র গৃহীত হয়নি বলে আজ প্রথম আলোকে জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন। তিনি বলেন, ‘এটা নিয়ে কখনোই কোনো অনিশ্চয়তা ছিল না। পদত্যাগপত্র গৃহীত হয়নি। সে জাতীয় দলের সঙ্গেই থাকছে।’
আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব দেওয়া হয় মোহাম্মদ আশরাফুলকে। তখন জানানো হয়েছিল, শুধু এই সিরিজের জন্যই দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে। তবে আজ নাজমূল জানিয়েছেন, আশরাফুলও নিজের দায়িত্ব পালন করে যাবেন।  সেটি কি টি–টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত কি না তা জানতে চাইলে নাজমূল আভাস দিয়েছেন আরও দীর্ঘ মেয়াদের, ‘এটাই এখন আমাদের টিম ম্যানেজমেন্ট।’ ২০২৭ সালের বিশ্বকাপ পর্যন্ত মোহাম্মদ সালাহউদ্দীনের সঙ্গে বিসিবির চুক্তি। জাতীয় দলে দায়িত্ব পালন করে যেতে কেন আবার রাজি হলেন, তা জানতে ফোন করা হলেও সালাহউদ্দীনকে পাওয়া যায়নি। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের পর আপাতত বিশ্রাম জাতীয় দলের। মাঝে বিপিএলের পর আগামী ফেব্রুয়ারিতে টি–টোয়েন্টি বিশ্বকাপ তাদের পরের মিশন। ‘‘সালাউদ্দিনের পদত্যাতপত্র আপাতত গ্রহণ করা হয়নি। পদত্যাগপত্র গ্রহণ না করা হলে স্বাভাবিকভাবে তিনি থাকছেন।”
আশরাফুলকে ব্যাটিং কোচের দায়িত্ব দেওয়া হয়েছিল শুধু আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজটির জন্যই। তার হঠাৎ পাওয়া দায়িত্ব বিশ্বকাপ পর্যন্ত প্রসারিত হচ্ছে বলে জানালেন নাজমূল।
‘‘আমাদের এখন আন্তর্জাতিক কোনো ম্যাচ বা সিরিজ নেই টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে। তাই কোচিং প্যানেলে পরিবর্তনের কোনো সম্ভবনা নেই। যারা সবশেষ সিরিজে কাজ করেছেন, তারাই থাকবেন। আশরাফুলকে শুধু আয়ারল্যান্ড সিরিজে ব্যাটিং কোচের ভূমিকায় নেওয়া হয়েছিল। 
সেসহ সবাই থাকবে। কোনো পরিবর্তন হবে না। সবাই থাকবে।’’
আশরাফুল অবশ্য এখনও এমন কোনো বার্তা পাননি বলেই জানালেন।
‘‘আমাকে যে দায়িত্বের জন্য নেওয়া হয়েছিল, তা শেষ হয়েছে। আমার মেয়াদ বাড়বে বা আমাকে সামনে দায়িত্বে রাখবে কি না, এ ব্যাপারে বোর্ডের সঙ্গে আমার কোনো কথা হয়নি।’’
গত বছর ৫ নভেম্বর জাতীয় দলের কোচিং স্টাফে যোগ দেন মোহাম্মদ সালাউদ্দিন। দেশের একজন কোচকে জাতীয় দলের সঙ্গে যুক্ত করার দীর্ঘদিনের দাবি পূরণ হয় তাতে। তবে গত কয়েকমাসে নানা কারণে সমালোচনার মধ্যে ছিলেন ঘরোয়া ক্রিকেটের সফল এই কোচ। বেশ কিছুদিন ধরে মূলত ব্যাটিং কোচের দায়িত্ব পালন করছিলেন তিনি। কিন্তু ব্যাটসম্যানদের হতাশাজনক পারফরম্যান্সে আঙুল উঠতে থাকে তার দিকে।
সেই ধারাবাহিকতায় আশরাফুলকে এই সিরিজের জন্য ব্যাটিং কোচ করা হয়। এরপরই পদত্যাগের সিদ্ধান্ত জানান সালাউদ্দিন।
বিসিবি তখনই বলেছিল, প্রকাশ্যে কিছু বলার আগে বিষয়টি নিয়ে ভেতরে আলোচনা করা হবে। সূত্র থেকে জানা যাচ্ছে, বিসিবির শীর্ষ কর্তারা এর মধ্যেই সালাউদ্দিনের সঙ্গে ব্যকথা বলেছেন। পদত্যাগ গ্রহণ না করা নিয়ে দুই পক্ষের আলোচনা হয়েছে।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু আগামী ৭ ফেব্রুয়ারি।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
আজ দেবিদ্বার মুক্ত দিবস
‘ফলস স্মাটে’ কৃষকের সর্বনাশ
খালেদা জিয়া কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি
জাতীয় নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে রিট
খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুমিল্লার বিভিন্ন এতিমখানায় হাজী ইয়াছিনের উদ্যোগে খাসি সাদকা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
আমি রাজমিস্ত্রির ছেলে এমপি ইলেকশন করছি এটাই তো বড় বিষয়: হাসনাত আব্দুল্লাহ
কুমিল্লার ১৮ থানার লটারির মাধ্যমে নতুন ওসির পদায়ন
কুমিল্লায় ১৬ বছরের কিশোর নিখোঁজ: খোঁজ দিতে পরিবারের আকুতি
মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতি স্থগিত
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ১ ও ৪ নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২