বৃহস্পতিবার ৪ ডিসেম্বর ২০২৫
২০ অগ্রহায়ণ ১৪৩২
রোগমুক্তি কামনায় মনিরুল হক চৌধুরীর দোয়া
খালেদা জিয়া কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ১২:৪৯ এএম আপডেট: ০৪.১২.২০২৫ ১:১৯ এএম |


খালেদা জিয়া কখনো অন্যায়ের  সাথে আপোষ করেননিবিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাতে কুমিল্লা ৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেন, আল্লাহ আমার হায়াত নিয়ে হলেও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হায়াত বাড়াই দাও। জাতির এই ক্রান্তিলগ্নে নেত্রীকে আজ ভীষণ প্রয়োজন।
বুধবার ৩ ডিসেম্বর বিকেলে কালীরবাজার ইউনিয়ন বিএনপি আয়োজিত কোরআন খতম ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
মনিরুল হক চৌধুরী বলেন, আমরা এমন এক নেত্রীর রাজনীতি করি যিনি তাঁর তাবত জীবনে কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি। স্বৈরাচারী হাসিনার জেল জুলুম সহ্য করে দেশে থেকেছেন, এদেশের মুক্তিকামী জনগণের কথা ভেবে। দেশের এখন এক ক্রান্তিকাল অতিক্রম করছে। আজ তিনি সংকটাপন্ন। আমরা আপোষহীন নেত্রীর সুস্থতার জন্য দোয়া করি, আপনারাও মনখুলে নেত্রীর জন্য দোয়া করবেন। 
মঙ্গলবার ও বুধবার বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সাদকা হিসেবে বিভিন্ন এতিমখানায় ১৮ টি বকরী (খাশি) উপহার দেয়া হয়। 
দোয়া ও মিলাদে উপস্থিত ছিলেন, সাবেক মেয়র মনিরুল হক সাক্কু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল হক ভুঁইয়া স্বপন, জেলা বিএনপির সদস্য হাজী সিদ্দিকুর রহমান, তরিকুল ইসলাম সূজন, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আকতার হোসেন, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সাবেক কাউন্সিলর হাজী আবদুস সালাম মাসুক, খলিলুর রহমান মজুমদার, কাজী মাহবুবুর রহমান, ২৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমিনুল ইসলাম, বিএনপি নেতা মোস্তফা কামাল, মহানগর বিএনপি নেতা সোহেল মজুমদার, দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির, মুক্তিযোদ্ধা কমান্ডার নূরে আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, সদর দক্ষিণ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জয়নাল আবেদীন, সদর দক্ষিণ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ খোকা, সদর দক্ষিণ উপজেলা ছাত্রদলের সমন্বয়ক নুর মোহাম্মদ মজুমদার প্রমুখ।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
‘কুমিল্লা জিলা স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন’ -এর কাছে কিছু প্রত্যাশা
মাদকাসক্তি চিকিৎসায় কুমিল্লার নিরাময় কেন্দ্র: আশা, চ্যালেঞ্জ ও বাস্তবতা
সর্বক্ষেত্রে দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে
আজ দেবিদ্বার মুক্ত দিবস
‘ফলস স্মাটে’ কৃষকের সর্বনাশ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
আমি রাজমিস্ত্রির ছেলে এমপি ইলেকশন করছি এটাই তো বড় বিষয়: হাসনাত আব্দুল্লাহ
কুমিল্লার ১৮ থানার লটারির মাধ্যমে নতুন ওসির পদায়ন
কুমিল্লায় ১৬ বছরের কিশোর নিখোঁজ: খোঁজ দিতে পরিবারের আকুতি
মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতি স্থগিত
বাঁচতে চায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত কুবি শিক্ষার্থী অনন্যা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২