দেবিদ্বারে
গাঁজাসহ এক স্বেচ্ছাসেবক দলের এক নেতা ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে
পুলিশ। বৃহস্পতিবার রাতে জাফরগঞ্জ ইউনিয়নের কালিকাপুর এলাকা থেকে তাদের
আটক করা হয়। এসময় জাকির হোসেন নামে অপর একজন মাদকব্যবসায়ী পালিয়ে যায়।
এসময়
তাদের তল্লাসী চালিয়ে ৬ কেজি গাজা জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত স্বেচ্ছসেবক
দল নেতার নাম মো. বাবুল মিয়া (৫৮)। অপর সহযোগীরা হলো মো. মোস্তফা (২২) ও
মো. সিয়াম (১৯)। শুক্রবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো
হয়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দেবিদ্বার থানার উপ পরিদর্শক
(এস আই) ভবতোষ কান্তি দে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মো. বাবুল মিয়াসহ
তিনজনকে তিন কেজী গাজাসহ তাদের আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্যের
ভিত্তিতে ভিরাল্লা স্টেশনে অভিযান চালায় এসময় জাকির হোসের পুলিশের
উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। তার ফেলে যাওয়া আরও তিনি কেজি গাজা জব্দ
করা হয়।
দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল আজিম বলেন,
গোপন সংবাদ ও ৯৯৯-এর তথ্যের ভিত্তিতে কালিকাপুর সিএনজি স্টেশন এলাকায়
অভিযান চালিয়ে প্রথমে তিনজনকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে ৩ কেজি গাঁজা
জব্দ করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাতে জাফরগঞ্জের ভিরাল্লা
স্টেশনে আবারও অভিযান চালানো হলে পলাতক সহযোগী মো. জাকির হোসেন (৩৫) পুলিশ
দেখে পালিয়ে যায়। তবে তিনি ফেলে যাওয়া বাজারের ব্যাগ থেকে আরও ৩ কেজি গাঁজা
উদ্ধার করা হয়। গ্রেফতার হওয়া বাবুল মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ
আইন ও চোরাচালানসহ কয়েকটি পূর্ববর্তী মামলা রয়েছে।
