
কুমিল্লার
মেঘনা উপজেলার চন্দনপুর ইউনিয়নের বড় সাপমারা গ্রামের সৌদি প্রবাসী আব্দুল
জলিল মুন্সির বাড়িতে রবিবার রাতে দুর্র্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে। রাতে দুটি
ঘরের দরজা ভেঙে ডাকাতরা ঘরে প্রবেশ করে সবাইকে বেঁধে রেখে লুটপাট চালায়
ডাকাত দল।
ভুক্তভোগী আব্দুল জলিলের ছেলে সৌদি প্রবাসী ফাহাদ জানান, তিনি
কয়েকদিন আগে ছুটিতে দেশে এসেছেন। রবিবার গভীর রাতে ডাকাতরা তাদের ঘরের
দরজা ভেঙে ঘরে ঢুকে তাকে, তার মা ও ছোট ভাইকে হাত-পা বেঁধে ফেলে। এ সময়
তাকে ছুরি দিয়ে মাথায় আঘাতও করা হয়। পরে ডাকাতরা দুইটি ঘর তছনছ করে ১০
হাজার টাকা, তিন হাজার রিয়াল, তিনটি মোবাইল ফোন, চার ভরি স্বর্ণালংকার এবং
সাড়ে পাঁচ ভরি রুপার অলংকার লুট করে নিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে মেঘনা
থানার ওসি আব্দুল জলিল নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ
জানায়, তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে
ভয়াবহ এই ডাকাতির ঘটনায় এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে। দ্রুত ডাকাতদের শনাক্ত
করে গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। ভবিষ্যতে এ ধরনের ঘটনা
যেন আর না ঘটে সে জন্য সকলকে সতর্ক থাকারও আহ্বান জানানো হয়েছে।
