আলমগীর হোসেন,দাউদকান্দি।।
ঢাকা-চট্টগ্রাম
মহাসড়কে দাউদকান্দিতে যাত্রীবাহী বাস ধাক্কায় ইটবাহী ট্রাক্টরের দুই
শ্রমিক নিহত হয়েছে। শুক্রবার দুপুর আনুমানিক তিন টায় মহাসড়কের দাউদকান্দির
হুগুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিদের একজন হলেন চান্দিনা
উপজেলার কড়িকান্দি গ্রামের মৃত ফজলুল হকের ছেলে তােফাজ্জল হোসেন (৪৫)।
অপরজন হলেন খুরশিদ মিয়া (৪০) তার ঠিকানা পাওয়া যায়নি। দূর্ঘটনায় আরও দুই জন
আহত হয়। তারা ইট ভাঁটার নির্মাণ শ্রমিক বলে জানা গেছে।
জানা যায়, ঢাকা
থেকে স্টারলাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস ফেনীতে যাওয়ার সময় মহাসড়কে
দাউদকান্দির হুগুলিয়া এলাকায় একটি ট্রাক্টরকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে
ট্রাক্টরের দুই শ্রমিক নিহত হন। গুরুতর আহত দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল
কলেজ হাসপাতালে পাঠানো হয়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন বাসটি আটক করে।
তবে বাসচালক ও তার সহকারী পালিয়ে যায়। দাউদকান্দি হাইওয়ে থানার সেকেন্ড
অফিসার মোহাম্মদ জাকির হোসেন বলেন, নিহতদের লাশ এবং দূর্ঘটনা কবলিত গাড়ি
পুলিশ হেফাজতে রয়েছে। আইনি পদক্ষেপ প্রক্রিয়া দিন রয়েছে।
