সাত
দিনের যৌথ অভিযানে দেশের বিভিন্ন স্থান থেকে নানা অভিযোগে ৪৪ জনকে
গ্রেফতার করেছে যৌথ বাহিনী। অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও গোলাবারুদ
উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর
(আইএসপিআর) জানায়, গত ২০ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ
সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীনস্থ ইউনিট
অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বেশ
কিছু যৌথ অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী,
মাদকাসক্ত, ডাকাত সদস্য, কিশোর গ্যাং, চোরাকারবারিসহ ৪৪ জন অপরাধীকে
হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত অপরাধীদের কাছ থেকে ১৩টি অবৈধ
আগ্নেয়াস্ত্র, ১৪ রাউন্ড বিভিন্ন ধরনের গোলাবারুদ, ২৫টি ককটেল, ১৬টি
পেট্রোলবোমা, দেশি-বিদেশি মাদকদ্রব্য, ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
আটককৃতদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ এবং আইনি কার্যক্রম সম্পন্নের জন্য
সংশ্লিষ্ট এলাকার থানায় হস্তান্তর করা হয়েছে।
দেশব্যাপী জননিরাপত্তা
নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন অঞ্চলে নিয়মিত টহল
কার্যক্রম ও নিরাপত্তা অভিযান পরিচালনা করছে।
