কুমিল্লার
বুড়িচং উপজেলার সদর পৌরসভার আরাগ পশ্চিমপাড়ার নোয়াব মিয়ার ছেলে সিএনজি
চালক সফিকুল ইসলামের ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট ভয়াবহ
অগ্নিকাণ্ডে বসতঘর ও রান্নাঘরসহ দুটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার
(২৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
উপজেলা বিএনপির
সাংগঠনিক সম্পাদক বাদশা নাসির আহমেদ মুন্সি ও বুড়িচং ফায়ার সার্ভিসের
স্টেশন কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, হঠাৎ বসত ঘরের ফ্রিজ হতে শর্ট
সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে এবং মুহূর্তেই পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে।
এতে বসতঘর, রান্নাঘর, দুইটি খাট, একটি ফ্রিজ টিভি স্বর্ণালংকার সহ
মূল্যবান আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে যায়। প্রাথমিক হিসেবে ক্ষয়ক্ষতির পরিমাণ
৭-৮ লাখ টাকার বেশি হতে পারে বলে তারা জানান।
তবে দ্রুত স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১৫ লাখ টাকার মালামাল রক্ষা করতে সক্ষম হয়।
অগ্নিকাণ্ডের
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর
হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু
নাছির মুন্সী, ইউপি সদস্য এনামুল হক মাসুম, উপজেলা কৃষক দলের সাংগঠনিক
সম্পাদক মো. মনিরুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অগ্নিকাণ্ডে সর্বস্ব
হারিয়ে বিপর্যস্ত হয়ে পড়েছেন সফিকুল ইসলাম ও তাঁর পরিবার। স্থানীয়রা
ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
