শুক্রবার ২৮ নভেম্বর ২০২৫
১৪ অগ্রহায়ণ ১৪৩২
বিশিষ্ট গাইনি চিকিৎসক ফাহমিদা আজিম কাকলির জানাজা সম্পন্ন
ডেঙ্গু মশা নিধনে কার্যকর ভূমিকা গ্রহণের দাবি
প্রকাশ: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ১২:৫১ এএম আপডেট: ২৮.১১.২০২৫ ১:০৮ এএম |




 বিশিষ্ট গাইনি চিকিৎসক ফাহমিদা  আজিম কাকলির জানাজা সম্পন্ন নিজস্ব প্রতিবেদক: ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়ার কুমিল্লার বিশিষ্ট গাইনি চিকিৎসক ফাহমিদা আজিম কাকলির জানাজা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বাদ জোহর কুমিল্লা টাউন হল মাঠে অনুষ্ঠিত জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, চিকিৎসক সমাজের প্রতিনিধি, সাংবাদিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
জানাজাপূর্বে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বলেন, ডেঙ্গু আক্রান্ত হয়ে ডা. ফাহমিদা আজিম কাকলির অকাল প্রয়াণ আমাদেরকে ব্যথিত করেছে। তিনি ছিলেন কুমিল্লার একজন মানবিক চিকিৎসক। বর্তমানে নারীবান্ধব চিকিৎসকা সেবায় তিনি ছিলেন অতুলনীয়। অথচ তিনিই কি-না ডেঙ্গু মশার কামড়ে আক্রান্ত হয়ে অকালে মৃত্যুবরণ করেছেন। তাই কুমিল্লায় মশক নিধনে সিটি কর্পোরেশনকে আরো বেশি কার্যকর ভূমিকা রাখতে হবে এবং ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।
জানাজায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্বাস্থ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক (ডিজি) ডা. এবিএম খোরশেদ আলম, বিএমএ কুমিল্লার সাবেক সাধারণ সম্পাদক ডা. আতাউর রহমান রহমান জসিম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এডভোকেট সহিদুল হক স্বপন, গবেষক আহসানুল কবির, ডাক্তার কাকলির ভাই খাইরুল আজিম শিমুল। 
জানাজায় কুমিল্লা মেডিক্যাল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. মোসলেহ উদ্দিন আহমেদ, কুমিল্লা মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, পরিবহন মালিক গ্রুপের সভাপতি অধ্যক্ষ কবির আহমেদ, বিএমএ কুমিল্লার সাবেক সভাপতি ডা. ইকবাল আনোয়ার, এবি পার্টি কুমিল্লা’র সভাপতি মিয়া মোহাম্মদ তৌফিক, ডা. আজিজুর রহমান সিদ্দিকী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাজী মাহতাব সুমন প্রমুখ।
প্রসঙ্গত, ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ২৩ নভেম্বর ভোর সাড়ে ৫টায় রাজধানীর একটি হাসপাতালে মারা যান কুমিল্লার বিশিষ্ট গাইনি চিকিৎসক ফাহমিদা আজিম কাকলী।  ডা. কাকলি কুমিল্লার ময়নামতি মেডিকেল কলেজ ও হাসপাতালের গাইনি ও প্রসূতিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। এ ছাড়া তিনি নগর মাতৃসদন কুমিল্লার কনসালটেন্ট হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। মৃত্যুর পর তার মরদেহ হিমঘরে রাখা হয়। এরপর কানাডায় অবস্থানরত তার একমাত্র মেয়ে তূর্ণা দেশে ফিরলে বুধবার রাতে মরদেহ কুমিল্লায় নিয়ে আসা হয়। এরপর বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা টাউন হল মাঠে মানবিক এ চিকিৎসকের জানাজা সম্পন্ন হয়।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
প্লট দুর্নীতির মামলায় শেখ হাসিনা ও দুই সন্তানের সাজা
বিশিষ্ট গাইনি চিকিৎসক ফাহমিদা আজিম কাকলির জানাজা সম্পন্ন
খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে কাঁদলেন হাজী ইয়াছিন
আদালত ও কালিয়াজুরি এলাকায় মনিরুল হক চৌধুরীর গণসংযোগ
নির্বাচনকে সামনে রেখে সীমান্তে অনুপ্রবেশে রোধে কঠোর থাকবে প্রশাসন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় অস্ত্রশস্ত্রসহ ডাকাত দলের ৫ সদস্য আটক
কুমিল্লায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ
তারেক-ইউনুস ঐতিহাসিক বৈঠকই নির্বাচনের রোডম্যাপ নিশ্চিত করছে
কুমিল্লার নতুন পুলিশ সুপার আনিসুজ্জামান
কুমিল্লায় ইসলামী মহাসম্মেলন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২