শনিবার ২৯ নভেম্বর ২০২৫
১৫ অগ্রহায়ণ ১৪৩২
কুমিল্লার বালুতুপা, বিবিরি বাজার ও জগন্নাথপুরে গণসংযোগ ও পথসভা
কোনো ষড়যন্ত্রই আমাকে দমিয়ে রাখতে পারবে না : হাজী ইয়াছিন
প্রকাশ: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫, ১২:২৭ এএম আপডেট: ২৯.১১.২০২৫ ১২:৫৪ এএম |


কোনো ষড়যন্ত্রই আমাকে  দমিয়ে রাখতে পারবে না : হাজী ইয়াছিননিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও কুমিল্লা-৬ সদর আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, গত ৩০ বছর আমি আপনাদের পাশে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। কোনো চক্রান্ত, কোনো ষড়যন্ত্র আমাকে আপনাদের কাছ থেকে আলাদা করতে পারবে না, আমাকে দমিয়ে রাখতে পারবে না। ৩০ বছর পূর্বেই আমি এই এলাকায় উন্নয়ন শুরু করেছি; সেই উন্নয়নের আমি শেষ দেখে যেতে চাই। কোনো বাধা-বিপত্তিই আমাকে রুখতে পারবে না।
শুক্রবার (২৮ নভেম্বর) কুমিল্লার বালুতুপা এলাকায় পথসভায় বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন তিনি। 
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন'কে সামনে রেখে কুমিল্লা-৬ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হাজী আমিন উর রশিদ ইয়াসিন শুক্রবার  বিকেল ৪ টায় বিশাল মোটরসাইকেলের বহর নিয়ে পথসভা ও গণসংযোগ শুরু করেন। টাউন হল মাঠ থেকে শুরু হওয়ার মোটর শোভাযাত্রাটি প্রথমেই বালুতুপা এলাকায় গিয়ে পথসভায় মিলিত হয়। সে সময় স্থানীয়রা নেতা-কর্মীরা সারিবদ্ধভাবে সড়কের দুই পাশে দাঁড়িয়ে হাজী ইয়াছিনকে স্বাগত জানান। এসময় নেতা-কর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন তিনি। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য শেষে মোটরসাইকেলের বহরটি বিবির বাজার এলাকায় গিয়ে পৌঁছায়। সেখানে সমাবেশ শেষে জগন্নাথপুর এলাকায় আরো একটি পথসভায় বক্তব্য রাখেন হাজী আমিন উর রশিদ ইয়াছিন। প্রতিটি পথসভায়-ই নেতা-কর্মী ও স্থানীয় মানুষের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।
এসব পথসভায় দেওয়া বক্তব্যে হাজী ইয়াসিন তার রাজনৈতিক অঙ্গীকারের কথা তুলে ধরেন। তিনি বলেন, “যত বাধা, যত বিপত্তি, যত হামলা, যত মামলা অতীতে ফেস করেছি, আগামী দিনগুলোতেও এই এলাকায় ন্যায়-সুন্দর প্রতিষ্ঠা করার জন্য, উন্নয়নের রাজনীতি করার জন্য, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সত্যিকারের রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য, যতই বাধা আসুক না কেন, আমি ছিলাম, আছি, ইনশাআল্লাহ মৃত্যু আসার আগ পর্যন্ত আমি আপনাদের পাশে থাকব।”
‘নমিনেশন বিজয় দেবে না, বিজয় দেবে জনগণ’ হাজী ইয়াসিন বলেন, “দোষ আমার একটাই—আমি পার্সেন্টেজ খাই না, এই দোষে আমি দোষী। রঙিন ফরমায়েশের কারণে অনেক কিছু হতে পারে। কুমিল্লার লক্ষ লক্ষ বিএনপি করা মানুষ জানে, কে এইখানে পরিশ্রম করেছে, মানুষ আমাকে ভালোবাসে।”
মনোনয়নের প্রসঙ্গ টেনে তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, "আমি আপনাদের সবকিছু" এটা জেনে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের কাছে পৌঁছাতে কয়েকটা আনতা বসাইয়া ভেজাল লাগাইছে। এবার আনতা ছুটে গেছে।’
এসবপথসভা ও গণসংযোগে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম ও সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের আহ্বায়ক আনোয়ারুল হক ও সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু, মহানগর ছাত্রদলের সভাপতি নাহিদ রানা, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন, দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি কাজী জুবায়ের আলম জিলানী ও সম্পাদক এমদাদুল হক ধীমানসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কোনো ষড়যন্ত্রই আমাকে দমিয়ে রাখতে পারবে না : হাজী ইয়াছিন
মানুষের ভোটাধিকারের জন্য লড়াই করে বৃদ্ধকালেও কারাবরণ করেছেন খালেদা জিয়া: মনির চৌধুরী
খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটময় : মির্জা ফখরুল
দাউদকান্দিতে বাসের ধাক্কায় ইটবাহী ট্রাক্টরের ২ শ্রমিক নিহত
বুড়িচংয়ে অগ্নিকাণ্ডে বসতঘরসহ দুটি ঘর পুড়ে ছাই
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিশিষ্ট গাইনি চিকিৎসক ফাহমিদা আজিম কাকলির জানাজা সম্পন্ন
খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে কাঁদলেন হাজী ইয়াছিন
প্লট দুর্নীতির মামলায় শেখ হাসিনা ও দুই সন্তানের সাজা
আদালত ও কালিয়াজুরি এলাকায় মনিরুল হক চৌধুরীর গণসংযোগ
লাকসামের দুই বিএনপি নেতার আজও খোঁজ মিলেনি!
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২