বিএনপির
চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় কুমিল্লায়
বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে
কুমিল্লা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরীর উদ্যোগে এই
দোয়া অনুষ্ঠান আয়োজন করে কুমিল্লা মহানগর ও জেলা বিএনপি।
গত ২৮ নভেম্বর
(শুক্রবার) জুম’আর নামাজের পর নগরীর কান্দিরপাড় কেন্দ্রীয় জামে মসজিদে এ
দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা কাজী ইবরাহীম
আল ক্বাদরী। তিনি এ সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা,
দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু এবং দেশের শান্তি-সমৃদ্ধির জন্য প্রার্থনা করেন।
মনিরুল
হক চৌধুরী বলেন, আমাদের দেশ নায়ক তারেক রহমান তাঁর ঐতিহাসিক নেতৃত্বে
দেশকে একটি নির্বাচনের দিকে এগিয়ে নিয়ে গেছেন। সেই মুহুর্তে আমাদের
গণতন্ত্রের মাতা, দেশনেত্রী, তিনবারের প্রধানমন্ত্রী, যিনি তাঁর জীবনে কখনো
পরাজিত হন নাই, শুধুমাত্র মানুষের ভোটাধিকারের জন্য লড়াই করে বৃদ্ধকালেও
মিথ্যা মামলায় কারাবরণ করেছেন। আজ তাঁর জীবন সংকটে, অসুস্থ হয়ে আজ
হাসপাতালে। এই মুহূর্তে তাঁর সুস্থতায় আল্লাহর বিশেষ রহমত প্রয়োজন। আপনারা
সবাই দল মত নির্বিশেষে নেত্রীর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে আমাদের
মাঝে সুস্থভাবে ফিরিয়ে দেয়।
দোয়া মাহফিলে কুমিল্লা মহানগর বিএনপি, জেলা
বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের
নেতাকর্মীরা বিপুল সংখ্যক উপস্থিত ছিলেন।
নেতাকর্মীরা বলেন, দেশনেত্রী
বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী নন, তিনি দেশের
গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। তাঁর সুস্থতা দেশের মানুষের প্রত্যাশার অংশ।
অনুষ্ঠান শেষে মুসল্লিদের মাঝে তাবারক বিতরণ করা হয়।
দোয়া
মাহফিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা
অঞ্চল) মোস্তাক মিয়া, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু,
দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, দক্ষিণ
জেলা কৃষকদলের আহবায়ক মোস্তফা জামান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল
ইসলাম ভুঁইয়া স্বপন, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আক্তার
হোসেন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক -১ আতিক সেলিম রুবেল, কুমিল্লা
দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদসহ বিএনপির অঙ্গ ও
সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
