শুক্রবার ২৮ নভেম্বর ২০২৫
১৪ অগ্রহায়ণ ১৪৩২
আদালত ও কালিয়াজুরি এলাকায় মনিরুল হক চৌধুরীর গণসংযোগ
প্রকাশ: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ১২:৫১ এএম আপডেট: ২৮.১১.২০২৫ ১:০৮ এএম |




 আদালত ও কালিয়াজুরি এলাকায়  মনিরুল হক চৌধুরীর গণসংযোগবৃহস্পতিবার (২৭ নভেম্বর) সারাদিন কুমিল্লা জেলা- দায়রা জজ আদালত ও কালিয়াজুরি এলাকায় গণসংযোগ করেছে মনিরুল হক চৌধুরী। সকাল সাড়ে ১০ টায় তিনি কুমিল্লা আদালতে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন। এ সময় তিনি আইনজীবীদের সাথে মতবিনিময় করেন। 
পরবর্তীতে কালিয়াজুরি কেন্দ্রীয় মসজিদে আসর নামাজ পড়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠানে অংশ নেন। দোয়া শেষে কালিয়াজুরি মাজার জিয়ারত করেন । জিয়ারতের পর নগরীর ৩ নং ওয়ার্ডের কালিয়াজুরি এলাকায় গণসংযোগ করেন ও ৩১ দফার লিফলেট বিতরণ করেন। 
গণসংযোগ পূর্ববর্তী সংক্ষিপ্ত সমাবেশে মনিরুল হক চৌধুরী বলেন, দল আমাকে মনোনয়ন দিয়েছে, সে জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সব্যসাচী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। আজ ধানের শীষের প্রশ্নে কুমিল্লা জেলা ও মহানগর ঐক্যবদ্ধ। কুমিল্লা ৬ আসনটি দেশনায়ক তারেক রহমানকে উপহার দিকে চাই। 
তিনি আরও বলেন, আপনারা আমাকে একবার সুযোগ দিন, আমি কুমিল্লা মহানগর তথা কুমিল্লা ৬ আসনের চিত্র বদলে দিবো ইনশাআল্লাহ। আমি কাজ করার মানুষ, কাজ করে যেতে চাই। 
গণসংযোগ ও লিফলেট বিতরণে অংশ নেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) কাউমুল হক রিঙ্কু, কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল হক ভুঁইয়া স্বপন, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আক্তার হোসেন, মহানগর যুবদলের আহ্বায়ক ফয়সালুর রহমান পাভেল, দক্ষিণ জেলা যুবদলের সিনিয়ার যুগ্ন আহবায়ক রিয়াজ উদ্দিন রিয়াজ, ছাত্রদলের সাবেক সভাপতি নাদিমুল ইসলাম শিশির, ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক শিল্পী, সাবেক কাউন্সিলর বিল্লাল হোসেন, খলিলুর রহমান মজুমদার, কাজী মাহবুবুর রহমান সহ জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
প্লট দুর্নীতির মামলায় শেখ হাসিনা ও দুই সন্তানের সাজা
বিশিষ্ট গাইনি চিকিৎসক ফাহমিদা আজিম কাকলির জানাজা সম্পন্ন
খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে কাঁদলেন হাজী ইয়াছিন
আদালত ও কালিয়াজুরি এলাকায় মনিরুল হক চৌধুরীর গণসংযোগ
নির্বাচনকে সামনে রেখে সীমান্তে অনুপ্রবেশে রোধে কঠোর থাকবে প্রশাসন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় অস্ত্রশস্ত্রসহ ডাকাত দলের ৫ সদস্য আটক
কুমিল্লায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ
তারেক-ইউনুস ঐতিহাসিক বৈঠকই নির্বাচনের রোডম্যাপ নিশ্চিত করছে
কুমিল্লার নতুন পুলিশ সুপার আনিসুজ্জামান
কুমিল্লায় ইসলামী মহাসম্মেলন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২