বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লার লালমাই উপজেলার আল ইসরা মাদরাসার এক যুগ পূর্তি উৎসব উদযাপিত হয়েছে।
শনিবার
(২২ নভেম্বর) সকাল সাড়ে ৮ টায় আল ইসরা মাদরাসার প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ
মাওলানা মাছুম বিল্লাহ মুহাজিরের সভাপতিত্বে যুগ পূর্তির শিক্ষা সেমিনার
উদ্বোধন করেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিমাদ্রী খীসা।
শিক্ষা সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন লক্ষীপুরের টুমচর কামিল মাদরাসার প্রাক্তন অধ্যক্ষ মাওলানা হারুন আল মাদানী।
আল
ইসরা মাদ্রাসার হিফজ শাখার প্রধান হাফেজ ইসমাইল হোসাইন শামিম ও শিক্ষক
মাওলানা মুজ্জাম্মিল ইবনে মুসলিমের যৌথ সঞ্চালনায় শিক্ষা সেমিনারে অতিথি
হিসেবে আরো বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য আবদুল গফুর ভূঁইয়া,ইসলামি
স্কলার মাওলানা ইয়াসিন আরাফাত, মুফতি শামসুদ্দোহা আশরাফী, লালমাই উপজেলা
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ এনামুল হক, বাংলাদেশ
প্রাইভেট মাদ্রাসা এসোসিয়েশনের চেয়ারম্যান মাওলানা জসিম উদ্দিন, কুমিল্লা
কমার্স কলেজের অধ্যক্ষ হুমায়ুন কবির মাসুদ, লালমাই উপজেলা জামায়াতের আমীর
মাওলানা আবদুর নুর, সেক্রেটারী মাওলানা ইমাম হোসাইন, ইসলামি স্কলার মাওলানা
রুহুল আমীন সাদী (সাইমুন সাদী), নুরুজ্জামান ফিরোজ, মাওলানা জাহিদুল
ইসলাম, বসুন্ধরা শুভসংঘের লালমাই উপজেলা শাখার সভাপতি মফিজুল ইসলাম মুন্না ও
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলা শাখার যুগ্ম আহবায়ক মাওলানা
কবির হোসাইন রুমন।
সেমিনারে ১০ বছরের শিশু রুফাইদা তারান্নুমের
উপস্থাপনায় মাদরাসার শিক্ষার্থীরা আরবীতে টকশো, ইংরেজিতে বিতর্ক, ইসলামি
সংগীতসহ বিভিন্ন শিক্ষা সাফল্য তুলে ধরেন। মাদরাসার ৭শ শিক্ষার্থীর একসুরে
আইনপাঠ সেমিনারের আগতদের সন্তোষ্ট করেছে।
যুগ পূর্তির সেমিনারে প্রবেশ
করতেই জাতীয় পর্যায়ের শতবর্ষ পূর্তি উৎসবের ছোঁয়া লেগেছে আগতদের। প্রবেশ
পথের দুই পাশে সারি সারি করে ১২ বছরের সফল শিক্ষার্থীদের তথ্য সাঁটানো
হয়েছে। জরুরী চিকিৎসা সেবা দিতে লালমাই ডায়বেটিস এসোসিয়েশনের ও শিশুদের
পানীয় সেবা নিশ্চিত করতে আল ইসরা মাদরাসা বালক শাখার স্টল বসানো হয়েছে।
বিগত সময়ে মাদরাসাটি নিয়ে প্রকাশিত জাতীয় পত্রিকা কালেরকন্ঠ, বাংলাদেশ
প্রতিদিন, দৈনিক জনকণ্ঠ, ডেইলি সান, নিউজ২৪ টিভি, স্থানীয় পত্রিকা
কুমিল্লার কাগজ, রুপসী বাংলা, কুমিল্লার জমিন, লালমাই বার্তাসহ বিভিন্ন
অনলাইন পোর্টালের ফটোকার্ড প্রদর্শনীতে স্থান পেয়েছে।
উদ্বোধনী বক্তব্যে
ইউএনও হিমাদ্রী খীসা বলেন, আমার কর্মজীবনের ৬ষ্ঠ স্টেশন লালমাই উপজেলা।
বেসরকারি পর্যায়ে এমন শৃঙ্খল ও সৃজনশীল শিক্ষা প্রতিষ্ঠান আর দেখিনি। এই
উপজেলায় যোগদানের পরপরই আমি মাদরাসাটি পরিদর্শন করেছি। আজকে যুগ পূর্তির
শিক্ষা সেমিনার ও সাংস্কৃতিক সন্ধ্যাও দেশ সেরা।
উল্লেখ্য ২০১৪ সালে
মাওলানা মাসুম বিল্লাহ মুহাজিরের নেতৃত্বে লালমাই উপজেলার বাগমারা উত্তর
বাজারস্থ সৈয়দপুরে আল ইসরা মাদরাসা (বালক/বালিকা) কার্যক্রম শুরু হয়।
বেফাকের পরীক্ষায় প্রতিবছরই বৃত্তি অর্জন করেছে শিক্ষার্থীরা। ২০২১ সাল
থেকে দাখিলে অংশগ্রহণ করে প্রতিবছর শতভাগ পাসসহ জিপিএ-৫ এ উপজেলার
শীর্ষস্থান অর্জন করেছে প্রতিষ্ঠানটি।
সন্ধ্যায় সানে মদিনা শিল্পী গোষ্ঠীসহ দেশখ্যাত ইসলামি সংগীত শিল্পীদের অংশগ্রহণে ইসলামিক কনসার্ট অনুষ্ঠিত হয়েছে।
