বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মবার্ষিকী উপলক্ষে কুমিল্লা জেলার মুরাদনগরে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একইসাথে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও মুরাদনগরের গণমানুষের নেতা কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ-এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর উদ্যোগে ২১ নভেম্বর ২০২৫ শুক্রবার সন্ধ্যায় মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন এলখালে এই সভা আয়োজিত হয়। এ আয়োজনে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ধর্মীয় ও রাজনৈতিক উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে মুঠোফোনে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দীর্ঘায়ু কামনা করেন এবং তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মনির হোসেন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া ও শাহ আলম সরকার।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল সামাদ, উপজেলা মহিলা দলের সভানেত্রী তাহমিনা আক্তার, উপজেলা বিএনপির সাবেক সদস্য আনিস খান, উপজেলা জিসাস সভাপতি জসীমউদ্দীন, সিনিয়র সভাপতি হুমায়ুন সরকার, এবং সদস্য সচিব আল আমিন।
অনুষ্ঠানে সব দলের প্রতি সম্মান জানিয়ে উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক দয়া নন্দ্র ঠাকুরও উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জয়নাল মোল্লা এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আশিকুল জামান সাগর।
মাহফিল শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদসহ দেশ ও জাতির শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এই ধরনের ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে স্থানীয় নেতৃত্বের সংগঠন শক্তি আরও সুদৃঢ় হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় নেতৃবৃন্দ।
