আসন্ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা -১০ ( লালমাই -
নাঙ্গলকোট) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা
ইয়াছিন আরাফাতের নেতৃত্বে ২২ নভেম্বর শনিবার সকাল থেকে কয়েক হাজার
মোটরসাইকেল নিয়ে অনুষ্ঠিত হয়েছে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা। সকালে
নাঙ্গলকোট এআর উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হওয়া এ শোভাযাত্রা ২০টি স্পট
হয়ে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ করে লালমাই আইটি পার্ক ঘুরে
বাগমারা বাজারে এসে শেষ হয়। এতে প্রায় তিন হাজার মোটরসাইকেল অংশ নেয় বলে
আয়োজকরা দাবি করেন। শোভাযাত্রার ব্যপ্তি, অংশগ্রহণকারীর সংখ্যা এবং
চারপাশের উৎসবমুখর পরিবেশ, নির্বাচনী এলাকায় উল্লেখযোগ্য গণজোয়ার তৈরি করে।
শোভাযাত্রা চলাকালে বাঙ্গড্ডা, যুক্তিখোলা, ভূশ্চি, হরিশ্চর, বাগমারা
পথসভায় বক্তব্য দেন মাওলানা ইয়াছিন আরাফাত। তিনি বলেন, জনগণ পরিবর্তন চায়
এবং সেই পরিবর্তনের নেতৃত্ব দিতে তিনি প্রস্তুত। আন্দোলন করে ফ্যাসিস্টের
বিদায় করেছি, আরেকটি আন্দোলন করতে হবে দুর্নীতির বিরুদ্ধে। তিনি বলেন
জামায়াতে ইসলামী সরকার গঠন করলে দেশ থেকে চাঁদাবাজ,ঘুষখোর কে চিরতরে বিদায়
করা হবে।
বক্তব্যে তিনি আরও বলেন, “দুর্নীতি, মাদক ও সন্ত্রাসমুক্ত একটি
মানবিক, সমৃদ্ধ, বৈষম্যহীন এবং সম্প্রীতির লালমাই, নাঙ্গলকোট গড়া আমার
অঙ্গীকার। দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আপনারা সেই পরিবর্তনের পথ সুগম করবেন বলে
আমি বিশ্বাস করি।” তিনি জনগণের প্রতি শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত
করার আহ্বান জানান এবং উন্নয়ন, সুশাসন, নিরাপত্তা নিয়ে তার ভবিষ্যৎ
পরিকল্পনা তুলে ধরেন। অভিযোগ করে বলেন নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড
নিশ্চিত করা হচ্ছে না, বিভিন্ন জায়গায় আমাদের পোস্টার ছেড়া হচ্ছে,নারী
কর্মীদের প্রতিহত করা হয়।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন লালমাই উপজেলা
জামায়াতে ইসলামীর সাবেক আমির ও জেলা অফিস সম্পাদক মো: গোলাম সরওয়ার,
বর্তমান আমির মাওলানা আবদুর নুর, সেক্রেটারি জেনারেল মাওলানা ইমাম হোসাইন,
শ্রমিক ফেডারেশনের নেতা মো: ইকবাল হোসাইন ও মো: জিয়া উদ্দিন। এছাড়া স্থানীয়
অঙ্গসংগঠনের নেতাকর্মী ও বিপুল সংখ্যক সমর্থক শোভাযাত্রায় অংশ নেন।
