নিজস্ব
প্রতিবেদক: বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ-এর চেয়ারম্যান আবু
মমতাজ সাদ উদ্দিন আহমেদ বলেছেন, মোট সড়ক দুর্ঘটনার ৭৩% মোটরসাইকেল
দুর্ঘটনা। সড়ক দুর্ঘটনায় নিহত ৩২শতাংশ মানুষের বয়স ৫-২৯। শিশু ও যুবকদের এই
নিহতের সংখ্যা আশঙ্কা জনক উল্লেখ করে তিনি বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায়
বেশিরভাগ মানুষ নিহত হচ্ছে। আমরা একটি নিয়মের মধ্যে আনার চেষ্টা করছি, নতুন
মোটরসাইকেল বিক্রি করলে তার সাথে বিএসটিআই অনুমোদিত দুটি এফ হেলমেট ফ্রি
দিতে হবে।
তিনি গতকাল কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে
সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৪৮ টি পরিবারের মধ্যে বিএসপিআই এর ট্রাস্টি
বোর্ড থেকে পাওয়া চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা
বলেন।
কুমিল্লা ও ফেনী জেলায় সংগঠিত বিভিন্ন সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত
আটচল্লিশটি পরিবারের মধ্যে দুই কোটি ১৮ লাখ টাকার চেক বিতরণ করা হয়। চেক
বিতরণ শেষে বিআরটিএ চেয়ারম্যান আরো বলেন, এই অনুদানের চেক বিতরণ কোন খুশির
অনুষ্ঠান নয়। আমরা বিআরটিএ ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে চেষ্টা করেছি সড়ক
দুর্ঘটনায় নিহতদের পাশে দাঁড়াতে। যিনি স্বজন হারিয়েছেন তিনি জানেন আসলে কি
হারিয়েছেন। আমরা সকলে মিলে সচেতন হলে সড়ক দুর্ঘটনা কমিয়ে আনতে পারব।
অনুষ্ঠানে
চট্টগ্রাম বিভাগের বিআরটিএ পরিচালক মাসুদ আলম, হাইওয়ে কুমিল্লা রিজিয়নের
পুলিশ সুপার অতিরিক্ত ডিআইজি শাহিনুর ইসলাম, সড়ক ও জনপদ বিভাগের কুমিল্লার
নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
সমিতির সহ-সভাপতি অধ্যক্ষ কবির আহমেদ, বি আর টি এ কুমিল্লার সহকারী পরিচালক
ফারুক আহমেদসহ পরিবহন মালিক শ্রমিক নেতৃবৃন্দ এবং সড়ক দুর্ঘটনায় ভুক্তভোগী
পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
