নিজস্ব
প্রতিবেদক:কুমিল্লা-১০ (লালমাই-লাঙ্গলকোট) নির্বাচনী এলাকায় বাংলাদেশ
জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব
আব্দুল গফুর ভুঁইয়ার সাথে লালমাই উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে
মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ
ইউনিয়নের জয়নগর মজুমদার বাড়ির উঠানে আয়োজিত মতবিনিময় সভায় ধানের শীষ
প্রতীকের প্রার্থী মোঃ আবদুল গফুর ভূঁইয়া বলেন,আমি সংসদ সদস্য নির্বাচিত
হলে লালমাই উপজেলায় ১ টি ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, জরুরি অগ্নি
নির্বাপনের জন্য ১ টি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করবো। আমি জনগণের মনোনীত
প্রার্থী, আমি ২৪ ঘন্টা জনগণের জন্য কাজ করবো।
আমি কোন গ্রুপিং বুঝি
না, আমি বুঝি ম্যাডাম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের
ধানের শীষ প্রতীক। একটি দল ইসলামের কথা বলে মা,বোনদের বেহেশতের টিকিট দিয়ে
দিচ্ছে।তাই আপনারা প্রথমে নিজের স্ত্রী, মা,বোন, চাচিদের কাছে যাবেন।তাদের
বুঝাবেন নামাজ পড়লে, রোজা রাখলে, পর্দা করে চললে, ভালো কাজ করলে বেহেশতে
যেতে পারবেন। জামায়াতে ইসলামীকে ভোট দিলে বেহেশতে যেতে পারবেন না।আমি
জামায়াতে ইসলামীর মিথ্যা হত্যার মামলায় ১ বছর জেল খেটেছি। ফ্যাসিবাদ আওয়ামী
লীগের বিদায়ের ফলে আমি বেঁচে গেছি, না হয় মিথ্যা অস্ত্র মামলায় আমার ১০
বছর জেল হতো।
মতবিনিময় ও পরিচিত সভায় কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির
যুগ্ম আহবায়ক মাহবুব আলম চৌধুরীর সর্মথিত জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন
বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্যে বলেন, জনগণের ভোটে গণতন্ত্র
ফিরিয়ে আনতে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।আসন্ন নির্বাচনে
ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব আব্দুল গফুর ভুঁইয়াকে
বিজয়ী করার আহ্বান জানান।
এসময় লালমাই উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও
সদর দক্ষিণ উপজেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আক্তারুজ্জামান
মজুমদার রকেট এর সভাপতিত্বে ও কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহবায়ক,
লালমাই উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক (সাইনিং পাওয়ার প্রাপ্ত) মোঃ শাহ আলম
এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির প্রস্তাবিত কমিটির সিনিয়র
সহ-সভাপতি মোঃ শাহজাহান, নাঙ্গলকোট উপজেলা বিএনপির সভাপতি মোঃ আলী আক্কাস,
নাঙ্গলকোট উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাজহারুল ইসলাম ছুপু চেয়ারম্যানসহ
উপজেলা বিএনপি,যুবদল,স্বেচ্ছাসেবকদল, কৃষক দল,ছাত্রদলসহ ও অঙ্গ সংগঠনের
নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান।
