নিজস্ব প্রতিবেদক:
জগন্নাথ
বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী সংসদ (জগসু) নির্বাচনে সম্পাদক পদে প্রার্থী
হয়েছেন কুমিল্লা মহানগরীর নুসরাত চৌধুরী জাফরিন। আগামী ২২ ডিসেম্বর ২০২৫
অনুষ্ঠিতব্য নির্বাচনে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত শিক্ষা ও
গবেষণা সম্পাদক পদে প্রতিদ্বন্দিতা করবেন।
জাফরিন জগন্নাথ
বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের সঙ্গীত বিভাগের শিক্ষার্থী এবং
বর্তমানে একই বিষয়ে মাস্টার্স করছেন। তিনি কুমিল্লা মহানগর বিএনপি নেতা
জামাল চৌধুরীর একমাত্র কন্যা।
শিক্ষাজীবনের শুরু কুমিল্লা মডার্ন
প্রাথমিক বিদ্যালয়ে। পরে কুমিল্লা মডার্ন মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি
এবং কুমিল্লা সিটি সরকারি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। নির্বাচনে
অংশগ্রহণকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন জাফরিন। তিনি সবার কাছে দোয়া ও
সমর্থন কামনা করেছেন।
