আলমগীর হোসেন, দাউদকান্দি ।।
বিএনপির
জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ
হোসেন বলেছেন,দাউদকান্দি-মেঘনা অঞ্চলে পরিবহন খাতে ‘জিবি’ নামে অবৈধভাবে
টাকা উত্তোলন ও চাঁদাবাজি কার্যক্রম চলবে না।
শনিবার (১৫ নভেম্বর) ড.
খন্দকার মারুফ হোসেন তাঁর ভেরিফাই ফেসবুক পোস্টে এক প্রতিক্রিয়ায় বলেন,
দাউদকান্দি ও মেঘনা এলাকার বিভিন্ন সিএনজি, বাস ও পরিবহন স্ট্যান্ডে
দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যক্তি ‘জিবি’ নামে চাঁদার টাকা আদায়ের মাধ্যমে
সাধারণ যাত্রী ও পরিবহন কর্মীদের দুর্ভোগ সৃষ্টি করছিল।
ড. মারুফ হোসেন
বলেন, সাধারণ মানুষ, চালক, শ্রমিক ও পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে
কোনোভাবেই বেআইনি অর্থ আদায় চলতে দেওয়া হবে না।বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনকে
অবহিত করা হয়েছে এবং তিনি প্রত্যাশা করেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ
ধরনের চাঁদাবাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেবে।
ড. মারুফ
হোসেন আরো বলেন, “আইনসঙ্গত ব্যবস্থার বাইরে কোনো ধরনের টোকেন, চাঁদা বা
অবৈধ অর্থ উত্তোলন চলবে না। জনগণের স্বার্থে আমরা শক্ত অবস্থানে আছি।”তিনি
সংশ্লিষ্ট সকলকে অবৈধ কর্মকাণ্ড প্রতিহত করতে সচেতন থাকার আহ্বান জানান।
এদিকে
ড.খন্দকার মারুফ হোসেনের বক্তব্যকে স্বাগত জানিয়েছেন স্থানীয় পরিবহন
শ্রমিক ও ব্যবসায়ীরা৷ তারা জানান, এ ধরনের অবৈধ চাঁদা আদায় বন্ধ হলে পরিবহন
খাতে স্বস্তি ফেরার পাশাপাশি সাধারণ মানুষের ভোগান্তিও কমে আসবে।
