
জাতীয়
দলের জার্সিতে ফিরে গোলের দেখা পেয়েছেন লিওনেল মেসি। নিজে গোল করার
পাশাপাশি সতীর্থকে দিয়েও গোল করিয়েছেন মেসি। তাতে বছরের শেষ আন্তর্জাতিক
প্রীতি ম্যাচে ২-০ গোলে জয় পেয়েছে আর্জেন্টিনা।
ফুটবলের বিশ্ব
চ্যাম্পিয়নরা হারিয়েছে অ্যাঙ্গোলাকে। শুক্রবার অ্যাঙ্গোলা ম্যাচটি আয়োজন
করেছিল তাদের স্বাধীনতার ৫০তম বার্ষিকী উপলক্ষ্েয। ফিফা র্যাংকিংয়ে দুই
দলের আকাশ-পাতাল পার্থক্য। মেসির আর্জেন্টিনা দুই নম্বরে। অ্যাঙ্গোলা ৮৯
নম্বরে।
কিন্তু মাঠের ফুটবলে এই বিশাল পার্থক্য চোখে পড়ল না।
স্বাগতিকরা গোল পায়নি ঠিকই। কিন্তু আর্জেন্টিনাকে সহজে জিততে দেয়নি। এই দুই
দল ২০০৬ সালেও মুখোমুখি হয়েছিল। আশ্চর্যজনকভাবে আর্জেন্টিনা ২-০ গোলেই
জিতেছিল অ্যাঙ্গোলার বিপক্ষে।
গতকাল ম্যাচের ৪৪ মিনিটে প্রথম গোলটি
করেন মার্তিনেজ। মেসির বাড়ানো বল ডি বক্সে পেয়ে প্রথম ছোঁয়ায় দারুণ শটে
গোলরক্ষককে পরাস্ত করেন ইন্টার মিলান ফরোয়ার্ড। এই গোলে লিড নিয়ে বিরতিতে
যায় কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়নরা।
ম্যাচের শেষ দিকে ৮২ মিনিটে মেসি
পেয়ে যায় নিজের গোল। এবার মেসির গোলের জোগানদাতা ছিলেন মার্তিনেজ। ডি বক্সে
দাঁড়িয়ে মার্তিনেজের বাড়ানো বল কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন রেকর্ড আটটি
ব্যালন ডি অর পাওয়া মেসি। জাতীয় দলের হয়ে ১৯৬ ম্যাচে মেসির এটি ১১৫তম গোল।
