
সিলেটে
আয়ারল্যান্ড ও বাংলাদেশ টেস্ট সিরিজ শুরু ১১ নভেম্বর থেকে। রোববার বেলা
পৌনে একটায় সিরিজের ট্রফি উন্মোচন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবি
সম্প্রতি বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সঙ্গে একটি সমঝোতা চুক্তি করেছে, যার
আওতায় দেশের ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলোতে আন্তর্জাতিক সিরিজের ট্রফি
উন্মোচন আয়োজন করা হচ্ছে। এর লক্ষ্য বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি ও পর্যটন
সম্ভাবনাকে বিশ্ববাসীর সামনে তুলে ধরা।
সেই ধারাবাহিকতার অংশ হিসেবেই
এবার বেছে নেওয়া হয় সুরমা নদীর তীরবর্তী ১৫১ বছর পুরনো ঐতিহাসিক আলী
আমজাদের ঘড়ির সামনে। ট্রফি উন্মোচন করেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন
শান্ত এবং আয়ারল্যান্ড অধিনায়ক এন্ডু ব্যালবির্নে।
১৮৭৪ সালে নির্মিত
ঘড়িঘরটি সিলেটের প্রবেশদ্বার, কিন ব্রিজের ডানপার্শ্বে অবস্থিত। সিলেটের
কুলাউড়ায় পৃত্থিমপাশার জমিদার আলী আহমদ খান পুত্র আলী আমজাদের নামে ঘড়িটি
নির্মাণ করেন। লোহার খুঁটির ওপর ঢেউটিন দিয়ে সুউচ্চ গম্বুজাকৃতির
স্থাপত্যশৈলীতে তৈরি ঘড়ি আজও সিলেট শহরের অন্যতম ঐতিহাসিক নিদর্শন। ঘড়ির
ব্যাসার্ধ আড়াই ফুট, কাটার দৈর্ঘ্য দুই ফুট।
ঘড়ি টাওয়ারটি সিলেটের
ঔপনিবেশিক যুগের ঐতিহ্য এবং ব্রিটিশ ভারতের বিস্তৃত ইতিহাসের সংযোগের
প্রতীক। এর মার্জিত স্থাপত্য এবং দীর্ঘস্থায়ী উপস্থিতি সেসময়ের কারুশিল্পকে
প্রতিফলিত করে।
ট্রফি উন্মোচন অনুষ্ঠানে দুই অধিনায়ক আসন্ন সিরিজ নিয়ে
আশাবাদ ব্যক্ত করেন। বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, “নিজেদের
মাঠে খেলতে নামা সবসময়ই গর্বের বিষয়। সিলেটে দারুণ একটি ম্যাচ হবে বলে আমি
বিশ্বাস করি। আমরা চেষ্টা করব ভালো ক্রিকেট উপহার দিতে।”
অন্যদিকে
আয়ারল্যান্ডের অধিনায়ক অ্যান্ডু বালবিরনি বলেন, “বাংলাদেশে খেলতে আসা
সবসময়ই বিশেষ অভিজ্ঞতা। এই পরিবেশ, এই উচ্ছ্বাস-সবকিছু আমাদের অনুপ্রাণিত
করে। আশা করি, দর্শকরা উপভোগ্য টেস্ট ম্যাচ দেখতে পাবেন।”
