স্টাফ রিপোর্টার।। কুমিল্লা ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অংশ হিসেবে আয়োজিত বিলিয়ার্ড টুর্নামেন্টে আতিকুল ইসলাম ও ফয়সল বারী মুকুল ফাইনালে উঠেছেন। বৃহস্পতিবার ক্লাবের বিলিয়ার্ড রুমে অনুষ্ঠিত দুটি সেমিফাইনালে আতিকুল ইসলাম প্রতিপক্ষ মোহাম্মদ কামরুলকে এবং ফয়সল বারী মুকুল প্রতিপক্ষ সাদাত হোসাইন সানিকে পরাজিত করে ফাইনালে উঠেছেন। শুক্রবার সন্ধ্যা ৭টায় আতিকুল ইসলাম ও ফয়সাল বারি মুকুলের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।